‘জেলখানায় মাদক সেবন-ব্যবসা সহজলভ্য’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, দেশে সবচেয়ে বেশি মাদকসেবী ও কারবারিদের আস্তানা হলো কারাগার। কারাগারে মাদক পান ও কারবার অত্যন্ত সহজলভ্য। মাদক কারবারিরা কারাগারে শুধু আসে আর যায় এবং মাদক কারবার অত্যন্ত ভালো চলে। শুধু নিম্নস্তরের মানুষ নয়, উচ্চস্তরের অনেকে মাদক পান করে প্রগতিবাদী হওয়ার জন্য।
রোববার (২৬ জুন) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে যুব উন্নয়ন সংসদ, ঢাকার উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ‘মাদকের ভয়াবহতা ও মুক্তির উপায়’ শীর্ষক সিম্পোজিয়ামে তিনি এসব কথা বলেন।
যুব উন্নয়ন সংসদের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ আল আমিনের সভাপতিত্বে সিম্পোজিয়াম সঞ্চালনা করেন যুব উন্নয়ন সংসদের উদ্যোক্তা কামাল হোসেন।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুর রব বলেন, মাদক মানুষকে ক্রমান্বয়ে মৃত্যুর দিকে নিয়ে যায়। মাদকসেবীরা নিজেরাও মরে সঙ্গে পরিবার ও সমাজকেও মারে। বাংলাদেশে ৭০ লাখ মাদকসেবী রয়েছে এবং ১ লাখ ৬০ হাজার মাদক কারবারি রয়েছে। একজন মাদকসেবী দিনে প্রায় ১৫৬ টাকার মাদক সেবন করে। সীমান্তে অসংখ্য মাদক কারখানা রয়েছে। আমাদের বন্ধুপ্রতিম দেশ পরিকল্পিতভাবে মাদক দিয়ে আমাদের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যাতে তরুণ সমাজ ভালো কিছু না করতে পারে।
সিম্পোজিয়ামে প্রবন্ধ উপস্থাপন করেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবু ইউসুফ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিকিৎসক আতিয়ার রহমান, সাংবাদিক শহিদুল ইসলাম, পরিবেশবিদ হেলাল উদ্দিন।
আইবি/এসএসএইচ