চট্টগ্রাম বন্দরে ৩ এয়ারগান জব্দ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২২, ০৮:২১ পিএম


চট্টগ্রাম বন্দরে ৩ এয়ারগান জব্দ

চট্টগ্রাম বন্দরের নিলাম শেডে দীর্ঘদিন পড়ে থাকা একটি কন্টেইনার থেকে তিনটি এয়ারগান জব্দ করেছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা। রোববার (১১ সেপ্টেম্বর) এসব অস্ত্র জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার সন্তোষ সরেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর থেকে তিনটি এয়ারগান জব্দ করা হয়েছে। এখনও প্রতিবেদন পাইনি। প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন: যিনি ইউপি সচিব তিনিই কলেজ শিক্ষক, দুদকের মামলা

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, আমদানির পর খালাস না নেওয়া একটি কন্টেইনারে থাকা পণ্য গণনা করা হচ্ছিল। তখন এয়ারগানগুলো পাওয়া যায়। তবে এসব অস্ত্র কে বা কারা এনেছে তা এখনও জানা যায়নি। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

ধারণা করা হচ্ছে, চালানটি ব্যাগেজ রুলের আওতায় চট্টগ্রাম বন্দরে এসেছে। সাধারণত প্রবাসীরা এ সুবিধা পেয়ে থাকে। তাই কোনো প্রবাসী দেশে আসার সময় এয়ারগানগুলো নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কেএম/এসএসএইচ

Link copied