চট্টগ্রামে ৩০ লাখ টাকার আইসসহ দুজন আটক

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:০৬ পিএম


চট্টগ্রামে ৩০ লাখ টাকার আইসসহ দুজন আটক

চট্টগ্রামের হালিশহরে ৩০ লাখ টাকার আইসসহ দুজনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ঈদগাঁ পূর্ব রামপুর সোনাশাহ্ মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন মো. দিদারুল আলম (৩০) ও  মো. আব্দুল্লাহ আল নোমান প্রকাশ রানা (৩০)।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ আলী হোসেন ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানার ঈদগাঁ পূর্ব রামপুর সোনাশাহ্ মাজার এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করা হয়েছে। 

তিনি বলেন, চট্টগ্রামের মিরসরাই এলাকা থেকে আইস সংগ্রহ করে চট্টগ্রাম শহরে এনে বিক্রি করছিলেন তারা।

জব্দ করা আইসের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা 

কেএম/আরএইচ 

Link copied