চট্টগ্রামে আরও ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:১০ পিএম


চট্টগ্রামে আরও ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত

চট্টগ্রামে বেড়েই চলেছে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় নগরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ১৭ জন। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এ তথ্য জানিয়েছেন। 

জেলা সিভিল সার্জন ও চমেক হাসপাতালের তথ্যমতে, শনিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। চট্টগ্রাম মেডিকেলসহ আজকে বিভিন্ন হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আর এখন পর্যন্ত এই বছর চট্টগ্রামে ৩০৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমরা সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থাকে চিঠি দিয়ে মশা নিধনের বিষয়ে তাগাদা দিয়েছি। ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

কেএম/এমএ

Link copied