সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মিল্টন নাথ (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া চম্পা স্টিলের সামনে এ ঘটনা ঘটে।
মিল্টন সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া আবু কোম্পানি বাড়ির বাসিন্দা ও অরবিন্দ নাথের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, আজ দুপুর আড়াইটার দিকে সীতাকুণ্ড থেকে মাইক্রোবাসের ধাক্কায় আহত একজনকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এমআর/এমজে