সড়কের পাশে পড়ে থাকা ব্যাগে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা ব্যাগের ভেতর থেকে এক মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে শিশুটির বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সড়কের পাশে একটি পড়ে থাকা একটি ব্যাগে স্থানীয়রা এক শিশুর মরদেহ দেখতে পায়। পরে তারা বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানায়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন চাকমা বলেন, কেউ হয়ত শিশুটিকে ব্যাগে ভরে ফেলে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআর/এসকেডি