পড়ে আছে করোনা টিকার দুই হাজার কোটি টাকা
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
রাজধানীতে জেঁকে বসেছে শীত। কুয়াশায় ঘোর হয়ে আছে আকাশ। এমনই শীতের দিনে, ৫৩ বছর আগে, ১৯৭১ সালের এই দিনে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল খ্যাতনামা নাট্যকার ও অধ্যাপক মুনীর চৌধুরীকে। তাঁর মতো দেশের সেরা আরও বুদ্ধিজীবীদের ঘর থেকে তুলে নিয়ে হানাদার পাকিস্তানি সেনারা নির্মমভাবে হত্যা করে। জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি জাগিয়ে রাখতে তাঁদের বেশ কিছু নিদর্শন সাজিয়ে রাখা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরে।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
মুক্তিযুদ্ধ জাদুঘর: শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিময় নিদর্শন
স্বাধীনতার পরে রাজধানীর রায়েরবাজার ইটখোলাসহ দেশের বিভিন্ন স্থানে গণকবরে শহীদ বুদ্ধিজীবীদের মৃতদেহ পাওয়া যায়। এতেই প্রকাশিত হয় পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যার ষড়যন্ত্র। স্বাধীনতার পর শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৪ ডিসেম্বর দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
যুগান্তর
রেলওয়ের কাছে বেদখল হয়ে যাওয়া জমির প্রকৃত হিসাব নেই। এ বিষয়ে সংস্থাটির অভ্যন্তরের দুই বিভাগ ভিন্ন তথ্য দিচ্ছে। মন্ত্রণালয়ের নথিপত্রে আছে ৬৮৪০ একরের বেশি জমি অবৈধ দখলে আছে। রেলওয়ের ভূসম্পদ দপ্তরের মতে দখলকৃত জমির পরিমাণ ১০ থেকে ১২ হাজার একরের বেশি। প্রকৃত তথ্য কেউ জানে না। খোদ রাজধানীতে প্রায় ৩০০ একর জমি বেদখলে আছে। কিন্তু রেল বলছে দখলদারদের কবলে আছে ১২০ দশমিক ৫০ একর জমি। রেল কর্তৃপক্ষ মাঝে মাঝেই জমি অবৈধ দখলমুক্ত করার ঘোষণা দিয়ে মাঠে নামে। চলে তোড়জোড়ও। কিন্তু তেমন সাফল্য আসে না। সংশ্লিষ্টদের মতে বেদখল জমির হিসাব না থাকলে উদ্ধার হবে কিভাবে। এছাড়া অবৈধ দখলদারদের বড় অংশই রাজনৈতিকভাবে প্রভাবশালী। এরা গত রাজনৈতিক সরকারগুলোর সময় নানাভাবে প্রভাব বিস্তার করে এসব জমি দখলে রেখেছে।
কালের কণ্ঠ
চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসে গণপিটুনিতে ৩১ জন নিহত হয়েছে। সম্প্রতি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিশ্লেষকরা বলছেন, এভাবে নির্বিচারে মানুষ হত্যা পুলিশ ও বিচারব্যবস্থার প্রতি এক ধরনের অনাস্থা। যারা এ ধরনের হত্যাকাণ্ডে জড়িত, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো তৎপর হতে হবে।
বণিক বার্তা
প্রাথমিক শিক্ষায় ১১ রকমের স্কুল, পাঁচ ধরনের কারিকুলাম
বিশ্বের প্রায় সব দেশেই প্রাথমিক পর্যায়ে একমুখী শিক্ষাব্যবস্থা প্রচলিত। এ ধরনের শিক্ষাব্যবস্থায় সব শিক্ষার্থীকে একই বই পড়ানো হয় এবং একই ধরনের শিক্ষা দেয়া হয়। এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ। দেশে প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আছে অন্তত ১১ ধরনের। ধরনভেদে প্রতিষ্ঠানগুলোর কারিকুলাম বা শিক্ষাক্রমেও রয়েছে ভিন্নতা। সরকারিভাবে স্বীকৃত বা স্বীকৃতিহীন মিলিয়ে বাংলাদেশে প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় কারিকুলাম চালু আছে অন্তত পাঁচ রকমের। জাতীয় শিক্ষানীতি ২০১০-এ প্রাথমিক পর্যায়ে একই ধরনের কারিকুলামের আওতায় একমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলনের কথা বলা হলেও দেড় যুগেও তা বাস্তবায়ন করা যায়নি।
দেশ রূপান্তর
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ‘সাম্রাজ্য’ গড়ে তুলেছিলেন দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ক্ষমতাকে কেন্দ্রীভূত রাখতে তিনি তৈরি করেছিলেন ‘জ্যাকব সেনা’ নামের সন্ত্রাসী বাহিনী। হামলা, ভাঙচুর, লুটপাট, জমি দখল, কমিশন-বাণিজ্য ছিল তার অনুসারীদের পেশা। গত ১৫ বছরে ভোলা-৪ আসনে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন তিনি।
আজকের পত্রিকা
সরকারি বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহে অনীহা, পাচ্ছে বেসরকারি
খুলনার রূপসায় নিউজপ্রিন্ট মিলের জায়গায় ৪০০ মেগাওয়াটের দুই ইউনিটে ৮০০ মেগাওয়াটের একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটি আগামী তিন বছরের মধ্যে চালু না হলে যন্ত্রপাতি নষ্ট হতে থাকবে। এ কারণে কেন্দ্রটিতে জরুরি ভিত্তিতে গ্যাস দিতে চায় পেট্রোবাংলা। কিন্তু বাদ সেধেছে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। তারা এই কেন্দ্রে গ্যাস দেবে না। অথচ এই কেন্দ্রের পরে অনুমতি পাওয়া মেঘনাঘাটে সামিট গ্রুপের ৫৮৩ মেগাওয়াট এবং আওয়ামী লীগ আমলের আরেক প্রভাবশালী ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাতের ৫৮৪ মেগাওয়াট কেন্দ্রে গ্যাস দিচ্ছে সরকার। এমনকি একই স্থানে ভারতের রিলায়েন্সের ৭১৮ মেগাওয়াটের কেন্দ্রটিতেও গ্যাস সরবরাহ করা হচ্ছে।
আরও পড়ুন
বণিক বার্তা
মুক্তিযুদ্ধকালে আওয়ামী লীগের ৮৮ এমপিকে বৈধ ঘোষণা করেছিলেন ইয়াহিয়া খান
৭ আগস্ট ১৯৭১। জাতীয় পরিষদে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত ৮৮ এমপি তাদের আসন ফেরত পাবেন বলে ঘোষণা দেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। পরে প্রাদেশিক পরিষদে ২৮৮ জনের মধ্যে ৯৪ জন আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন বলে ১৯ আগস্ট আরেকটি ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়াহিয়া। যদিও দলটি তখন রাজনীতিতে নিষিদ্ধ।
প্রথম আলো
চীনের চারগুণ আর ভারতের বেড়েছে দ্বিগুণ
বিদায়ী আওয়ামী লীগ সরকারের শেষ এক অর্থবছরে বাংলাদেশের বিভিন্ন খাতে চীন ও ভারতের বিনিয়োগ বেশ বেড়েছে। সর্বশেষ গত ২০২৩–২৪ অর্থবছরে চীন থেকে বিনিয়োগ আগের অর্থবছরের চেয়ে চার গুণ এবং ভারতের বিনিয়োগ বেড়ে দ্বিগুণ হয়েছে। অবশ্য তাতেও সামগ্রিক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। গত তিন অর্থবছরের মধ্যে ২০২৩–২৪ অর্থবছরেই সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, বিদায়ী অর্থবছর দেশে ১৪৭ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। এই বিনিয়োগ ২০২২–২৩ অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৮০ শতাংশ কম। ২০২২–২৩ অর্থবছরে ১৬১ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছিল। ২০২১–২২ অর্থবছরে এসেছিল ১৭২ কোটি ডলার। এদিকে গত অর্থবছর শেষে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের স্থিতি দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৪ কোটি ডলারে।
কালের কণ্ঠ
পূর্ণাঙ্গ তালিকা নিয়ে অনিশ্চয়তা
মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা কবে সম্পন্ন হবে, তা কেউ বলতে পারছে না। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই তালিকা শেষ করার কথা ছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তালিকার কাজ এবং তালিকা প্রণয়ন কমিটি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্বাধীনতার ৫৩ বছরেও শহীদ বুদ্ধিজীবীদের একটি পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাদের স্বজন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
যুগান্তর
‘সাইবার বুলিং’র শিকার পুলিশ, নেই প্রতিকার
পরিবর্তিত পরিস্থিতিতে ২১ সেপ্টেম্বর বগুড়া জেলার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে পদায়ন করা হয় মো. আব্দুল হান্নানকে। সম্প্রতি একটি ফেসবুক পেজে তার ছবি পোস্ট করে নানা ধরনের নেতিবাচক প্রচারণা চালানো হয়। মামলা ছাড়াই গণহারে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার ও চাঁদাবাজির অভিযোগ করা হয় ওই কর্মকর্তার বিরুদ্ধে। এমনকি ‘বিএনপিপন্থি’ পুলিশ কর্মকর্তা বলেও তকমা দেওয়া হয়। এ পুলিশ কর্মকর্তার বিচার একদিন হবে-এমন হুমকিও দেওয়া হয়।
বণিক বার্তা
কৃষি ঋণ বিতরণ কমেছে প্রায় ২৭%, উৎপাদনে প্রভাব পড়বে কি
চলতি ২০২৪-২৫ অর্থবছরে দেশের কৃষি খাতে ৩৮ হাজার কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এর মধ্যে বিতরণ করতে পেরেছে ৬ হাজার ৪৫৮ কোটি ১৮ লাখ টাকা। যেখানে গত অর্থবছরের একই সময়ে কৃষি খাতে মোট ঋণ বিতরণের পরিমাণ ছিল ৮ হাজার ৮২৪ কোটি ৬৪ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কৃষি খাতে ঋণ বিতরণ কমেছে ২৬ দশমিক ৮২ শতাংশ।
সমকাল
পড়ে আছে করোনা টিকার দুই হাজার কোটি টাকা
করোনার টিকা কেনার জন্য সরকার দুই বছর আগে এডিবি থেকে ঋণ নিয়ে ইউনিসেফকে ৯৪ কোটি ডলার দেয়। এর মধ্যে প্রায় ১৮ কোটি ডলার অর্থাৎ বর্তমান বিনিময়হার অনুযায়ী দুই হাজার কোটি টাকার বেশি অব্যবহৃত থেকে যায়। দেশ যখন তীব্র ডলার সংকটে তখন অদৃশ্য কারণে প্রায় দুই বছরেও ওই ডলার ফেরত আনা হয়নি। কেন এ অর্থ আনা হলো না, তা কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। টিকা কেনার চুক্তি স্বাস্থ্য অধিদপ্তর ও ইউনিসেফের মধ্যে হলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বিষয়েও ধোঁয়াশা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
কালের কন্ঠ
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকায় গত ১০ ডিসেম্বর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মানহীন সার কারখানা বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। কিন্তু একটি মানহীন সার কারখানার কর্তৃপক্ষ সেই ম্যাজিস্ট্রেটকে প্রবেশ করতে দেয়নি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনের কর্মকর্তাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। কারখানা কর্তৃপক্ষের লোকজনের অসৌজন্যমূলক সেই ঘটনার ভিডিও এ প্রতিবেদকের কাছে এসেছে।
যুগান্তর
খেলাপি ঋণ নবায়ন বা পুনঃতফশিলের ক্ষেত্রে আর ছাড় দেওয়া হবে না। গত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় বা ব্যক্তিবিশেষ বিবেচনায় যেসব ছাড় দেওয়া হয়েছে সেগুলোর মেয়াদ নতুন করে বাড়ানো হবে না। পর্যায়ক্রমে আগে দেওয়া ছাড়ের নীতিমালাগুলো প্রত্যাহার করা হবে। খেলাপি ঋণ নবায়ন প্রক্রিয়াকে ফিরিয়ে আনা হবে স্বাভাবিক ধারায়। খেলাপিদের ছাড় দিতে গিয়ে যেসব ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ছেড়ে দেওয়া হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ফিরিয়ে আনা হবে।
আজকের পত্রিকা
বগুড়ায় ‘চাঁদাবাজি বন্ধে’ পরিবহন খাতে ফের অস্থিরতা
বগুড়ায় পরিবহন খাতে আবার অস্থিরতা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি কমিটি ঘোষণা আর পত্রিকায় বিবৃতি দিয়ে যাচ্ছে দুই পক্ষ। চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ায় এই অস্থিরতা বলে দাবি সাধারণ মালিকদের।
পরিবহন খাত সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের সর্ববৃহৎ পরিবহনমালিকদের সংগঠন বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি। এই সংগঠনের মাধ্যমে দেশের বিভিন্ন রুটে গড়ে প্রতিদিন ৬৫০ বাস চলাচল করে। আগে আওয়ামী লীগের নেতারা সংগঠনটি নিয়ন্ত্রণ করতেন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন হলে ৬ আগস্ট বিশেষ সাধারণ সভা ডেকে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় জামায়াত পরিচালিত শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সহসভাপতি ও সংগঠনের উপদেষ্টা এরশাদুল বারী এরশাদকে।
এছাড়া এনসিটিবির শ্বেতপত্রে দুর্নীতি ‘ধামাচাপা’; বায়ুদূষণে বিপর্যস্ত ঢাকা, ছিটানোর পানিও নেই; আজ শহীদ বুদ্ধিজীবী দিবস; নিজেদের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা নেবে ঢাকা; বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাইডেন; যুক্তরাষ্ট্রের প্রতিবেদন / বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা কম ছিল ২০২৩ সালে; প্রিয় বেদনাকে কাঁদিয়েই চলে গেলেন হেলাল হাফিজ—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।