চট্টগ্রামে নারী কর্মকর্তাকে চেয়ার ছুড়ে মারলেন যুবদল নেতা

চট্টগ্রামের রাউজানে এক সরকারি কর্মকর্তার দিকে চেয়ার ছুড়ে মেরেছেন যুবদল নেতা। এর আগেও ওই যুবদল নেতা অস্ত্র নিয়ে ওই নারী কর্মকর্তার কার্যালয়ে এসে কয়েকবার হুমকি দিয়েছিলেন।
মঙ্গলবার (১১ মার্চ) বেলা তিনটার দিকে রাউজানের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আয়েশা সিদ্দিকাকে চেয়ার ছুড়ে মারার ঘটেছে।
উপজেলা যুবদল নেতা শহীদ আকস্মিক এই হামলা চালানোর পাশাপাশি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের টেবিলও ভাঙচুর করেছেন।
অভিযুক্ত মুহাম্মদ শহিদুল ইসলাম রাউজান পৌরসভা যুবদলের নেতা। আগের কমিটিতে তিনি প্রচার সম্পাদক পদে ছিলেন। সেখানে নতুন করে আর কোনো কমিটি হয়নি।
আরও পড়ুন
জানা গেছে, গত অন্তত তিন মাস ধরে যুবদল নেতা শহীদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে কাজ দেওয়ার জন্য বারবার তাগাদা দিয়ে আসছিলেন। এর মধ্যে মাসখানেক আগে অস্ত্র সঙ্গে নিয়েও সেখানে যান তিনি। ওই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা তাকে বের করে দিলেও যাওয়ার সময় যুবদল নেতা ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়ে যান।
জানা গেছে, মঙ্গলবার (১১ মার্চ) বেলা তিনটার দিকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আসেন শহীদ। এ সময় শহীদ আবার তাকে কাজ দেওয়ার জন্য তাগাদা দিলে কর্মকর্তা আয়েশা সিদ্দিকা তাকে জানিয়ে দেন, জনপ্রতিনিধিদের মাধ্যম ছাড়া অন্য কোনোভাবে কাউকে কাজ দেওয়া সম্ভব নয়। এরপর ক্ষুব্ধ হয়ে আয়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন। ওই কর্মকর্তা তৎক্ষণাৎ মাথা সরিয়ে নিলে সেটি গিয়ে একটি টেবিলের ওপর পড়লে টেবিলের গ্লাস ভেঙে যায়।
এ সময় কার্যালয়ে কর্তব্যরত অন্যরা এগিয়ে এলে শহীদ ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা বলেন, ‘হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছিল আমার ওপর। অলৌকিকভাবে বেঁচে গেছি।’
আয়েশা সিদ্দিকা অভিযোগ করে জানান, ওই যুবদল নেতা একবার অস্ত্র নিয়ে কার্যালয়ে এলে তিনি বের করে দেন। এতে যুবদল নেতা ক্ষুব্ধ হয়ে তাকে কয়েকবার হুমকি দিয়েছিলেন। আজ দুপুরে তাকে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করেন। তখন তিনি মাথা সরিয়ে নিলে অল্পের জন্য বেঁচে যান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘হামলার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরএমএন/এমএস