চট্টগ্রামে নোংরা পরিবেশে সেমাই উৎপাদন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে চারটি সেমাই ফ্যাক্টরিতে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৭ মার্চ) এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যে নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিসুর রহমান ও রানা দেব নাথ।
জানা গেছে, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরি, রফিক ফুড প্রোডাক্টস, মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরি ও মোস্তফা সেমাই ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। অভিযানে সেমাই ফ্যাক্টরিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা রোদে শুকানোসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায়, রফিক ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা, মোস্তফা সেমাই ফ্যাক্টরিকে এক লাখ টাকা, মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা এবং মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্কও করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, গত বছরও রফিক সেমাই ফ্যাক্টরিকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা তাদের কার্যক্রম পরিবর্তন করেনি। অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত এসব সেমাই চট্টগ্রামসহ সারাদেশে বিক্রি করা হচ্ছিল। তাই এবার এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে কারখানার পরিবেশ উন্নত না করলে কারখানাটি বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা রোদে শুকানোসহ বিভিন্ন অপরাধে বাকি তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই অভিযানটি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য উৎপাদন ও বিপণন রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান প্রচেষ্টার একটি অংশ।
আরএমএন/এমএন