সরকারি অর্থে কর্মকর্তাদের বিলাসনগরী

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
নির্বাচনী দায়িত্বে সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়ছে
নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) ‘আইন প্রয়োগকারী সংস্থা’র সংজ্ঞায় ‘সেনা, নৌ এবং বিমানবাহিনী’ যুক্ত করার প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইনে এটি যুক্ত হলে তিন বাহিনীকে নির্বাচনী দায়িত্ব দিতে আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে না। এ ছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা পাবেন।
বণিক বার্তা
লুটপাটে বিলীনের পথে ভোলাগঞ্জের সাদাপাথর বিবর্ণ প্রকৃতির লীলাভূমি
ধলাই সিলেটের সীমান্তবর্তী একটি নদ। এর উৎসমুখে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সাদা পাথর। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা পাথর নদের বুকে মিলেমিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। তবে পাথর লুটপাটের কারণে আজ বিবর্ণ প্রকৃতির এ লীলাভূমি। গত বছরের ৫ আগস্ট থেকেই শুরু হয়েছিল সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর ও জাফলংয়ের পাথর লুট। এ অবস্থায় হুমকির মুখে পড়েছে অন্যতম পর্যটন কেন্দ্র দুটি। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের যোগসাজশে লুটপাট চলছে বলে অভিযোগ পরিবেশকর্মীদের।
সমকাল
অস্তিত্ব এখন সংকটাপন্ন
এক শতক আগেও দেশের অধিকাংশ জঙ্গলে বন্য হাতির বিচরণ ছিল স্বাভাবিক দৃশ্য। কিন্তু এখন হাতেগোনা কয়েকটি জায়গাতেই তাদের দেখা মেলে। দেশে বন্য হাতির অস্তিত্ব এখন সংকটাপন্ন পর্যায়ে। চলতি বছরের প্রথম ছয় মাসেই মারা গেছে অন্তত ১৮টি হাতি, যার অধিকাংশ মৃত্যুই অস্বাভাবিক।
হাতির প্রাণহানির কারণ নতুন কিছু নয়– রোগব্যাধি ছাড়াও অবৈধভাবে বিদ্যুতের ফাঁদ পাতা, গুলি করে হত্যা, শিকার, খাদ্যের অভাব এবং করিডোর সংকোচনের মতো কারণগুলোই মূলত দায়ী। হাতির আবাসস্থলে মানববসতি ও কৃষিজমি বেড়ে যাওয়ায় খাদ্য সংকট তীব্র হচ্ছে, ফলে মানুষ-হাতি সংঘাতও বাড়ছে। প্রতিটি ঘটনার পর তদন্ত কমিটি হলেও তদন্ত প্রতিবেদন বাস্তবায়ন হয় না। বন বিভাগ অধিকাংশ ক্ষেত্রে মামলা বা সাধারণ ডায়েরির মধ্যেই দায়িত্ব শেষ করে। তবে অন্তর্বর্তী সরকার সম্প্রতি ‘হাতি সংরক্ষণ প্রকল্প’সহ কয়েকটি উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুন
কালের কণ্ঠ
ব্যাংকে টাকা তুলতে হয়রানি
বিশ্বাস করে ব্যাংকে টাকা রেখে এখন জিম্মি লাখো গ্রাহক। ব্যাংকে ব্যাংকে ধরনা দিয়েও নিজের জমানো টাকা তুলতে পারছেন না। টাকা চাইলে নানা টালবাহানা আর অজুহাত। ঋণ কেলেঙ্কারিতে দুর্বল হয়ে যাওয়া ব্যাংকের ক্ষেত্রেই এ ঘটনা বেশি।
এসব ব্যাংক সংস্কার ও তারল্য সহায়তার পরও গ্রাহকের জমা অর্থ ফেরত দিতে পারছে না। ফলে দীর্ঘদিন থেকে অপেক্ষা করে থাকা গ্রাহকের প্রত্যাশা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাঁদের আস্থায় চিড় ধরেছে। এ ঘটনা শুধু ঢাকা নয়, বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলারও প্রায় একই চিত্র।
প্রথম আলো
যমুনা সেতুর রেললাইন সরছে, যানজট কমাতে ১১ ফুট চওড়া হবে সড়ক
নতুন রেলসেতু চালু হয়েছে। যমুনা সেতু দিয়ে আর ট্রেন চলছে না। তাই যমুনা সেতুতে থাকা রেললাইন উঠিয়ে নিচ্ছে রেল কর্তৃপক্ষ। এতে যমুনা সেতুতে প্রায় সাড়ে ১১ ফুট চওড়া জায়গা বের হবে।
এ বাড়তি জায়গাকে যান চলাচলের পথে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সেতু বিভাগ। আর তা হলে উত্তরবঙ্গের সঙ্গে সড়কপথে যোগাযোগ স্থাপনকারী যমুনা সেতু দিয়ে যাতায়াতকারীদের যাত্রা আরও সহজ ও স্বস্তির হবে।
কালের কণ্ঠ
পাঠ্যবই ছাপা এখনো শুরুই হয়নি
২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের বইয়ের দরপত্র আহ্বানের তিন মাস পার হয়েছে, অথচ এখনো কোনো বইয়ের কার্যাদেশ দেওয়া সম্ভব হয়নি। এতে এখনো ছাপা শুরু হয়নি আগামী বছরের পাঠ্যবই। ফলে সব প্রক্রিয়া শেষে আগামী চার মাসে ৩০ কোটি বই ছাপার কাজ শেষ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
২০২৫ শিক্ষাবর্ষের সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে মার্চ-এপ্রিল পর্যন্ত সময় লেগেছিল।
ইত্তেফাক
পদোন্নতি আর রদবদল ছাড়া পরিবর্তনের তেমন ছোঁয়া নেই
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণ প্রত্যাশা করেছিল—জুলাই গণঅভ্যুত্থানের পর স্বাস্থ্যের সব খাতেই বৈষম্য দূর হয়ে আমূল পরিবর্তন আসবে। মানুষ ভালো সেবা পাবে, বাড়বে চিকিৎসাসেবার মান, হাসপাতালে ভোগান্তি কমবে। কিন্তু বাস্তবে তেমন কিছুর পরিবর্তন ঘটেনি। তবে গত এক বছরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের স্বাস্থ্য কর্মকর্তাদের মধ্যে রদবদল এবং পদোন্নতি হয়েছে। আর সরকারের কিছু রুটিন কাজ হয়েছে এবং কিছু সংস্কারের কাজও শুরু হয়েছে।
কালের কণ্ঠ
মব সন্ত্রাসে চার বছরে মৃত্যুহার বেড়েছে পাঁচ গুণ
গণপিটুনি বা মব সহিংসতায় বিগত চার বছরে মৃত্যুহার পাঁচ গুণ বেড়েছে। এসব ঘটনায় ২০২১ সালে নিহতের সংখ্যা ছিল ২৯ জন, যা ২০২৪ সালে ১৪৬ জনে পৌঁছেছে। এতে গত বছর প্রতি মাসে গড়ে ১২ জনের বেশি মারা গেছে। গত বছর আগস্ট থেকে চলতি বছর ৩১ জুলাই পর্যন্ত এক বছরে মব সহিংসতার ঘটনায় মারা গেছে ১৭৭ জন।
প্রথম আলো
কাজ হয়েছে কাগজে, উন্নতি নেই স্বাস্থ্যসেবায়
স্বাস্থ্য খাতে মৌলিক কোনো পরিবর্তন এখনো দেখা যাচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় ব্যক্তিরা বলছেন, সংস্কার শুরু হয়েছে। তবে স্বাস্থ্য খাত–সংশ্লিষ্ট পর্যবেক্ষকেরা মনে করেন, এক বছরে কাগজে–কলমে গুরুত্বপূর্ণ কিছু কাজ হয়েছে, বাস্তবে সেবায় কোনো উন্নতি হয়নি।
অন্তর্বর্তী সরকারের গত এক বছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কাজ হিসেবে মানুষের সামনে এসেছে জুলাই গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়টি। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর গত বছরের আগস্টের শেষ সপ্তাহে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, জুলাই গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা করাই তাঁর অগ্রাধিকারের তালিকার শীর্ষে। গত শুক্রবার তিনি প্রথম আলোকে বলেন, ‘আহতদের সুচিকিৎসায় সর্বাত্মক চেষ্টা করেছি। এতে আন্তরিকতার কোনো অভাব ছিল না।’
যুগান্তর
৮ হাজার কোটি টাকা উধাও
খেলাপি ঋণ হিসাবে চারটি ব্যাংক দেশীয় শিল্পপ্রতিষ্ঠান ‘কেয়া কসমেটিক্স লি.’-এর কাছে প্রায় ২৭০০ কোটি টাকা পাওনা। অপরদিকে রপ্তানি আয়ের ৬৬ কোটি মার্কিন ডলার (৮ হাজার ৫২ কোটি টাকা) ওই ব্যাংকগুলোর পক্ষ থেকে কেয়া গ্রুপের ফরেন কারেন্সি অ্যাকাউন্টে (এফসি) জমা করেনি। কারণ, এখন পর্যন্ত এই বিপুল অঙ্কের অর্থের কোনো অস্তিত্ব নেই এসব ব্যাংকে। অর্থাৎ একরকম উধাও হয়ে গেছে এই অর্থ। বিপুল অঙ্কের পাওনা নিয়ে সংশ্লিষ্ট ব্যাংক এবং কেয়া গ্রুপ একে অপরের কাছে দাবি করে আসছে। তবে বকেয়া না পেয়ে কেয়া গ্রুপকে খেলাপির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সমকাল
এবার গাজীপুর, মাগুরায় দুই যুবককে পিটিয়ে হত্যা
গাজীপুর ও মাগুরায় দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এর মধ্যে গত রোববার রাতে মাগুরা সদরে চোর সন্দেহে যুবক সজল মোল্লাকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গাজীপুরের টঙ্গীতে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। সোমবার স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
গত জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে অন্তত ১১১ নাগরিক গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বিচারহীনতার সংস্কৃতি এ ধরনের ঘটনা বাড়িয়ে তুলছে, যা সামাজিক সম্প্রীতি ও আইনের শাসনের জন্য উদ্বেগজনক।
বণিক বার্তা
সরকারি প্রতিষ্ঠানের ২২০০ কোটি টাকা আমানত ফেরত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ
রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পদ্মা ব্যাংকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বড় অংকের অর্থ আমানত রাখা হয়েছিল। বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা। নজিরবিহীন ঋণ জালিয়াতি ও অনিয়ম-দুর্নীতির কারণে কার্যক্রম শুরুর তিন বছরের মধ্যে মুখ থুবড়ে পড়ে পদ্মা ব্যাংক। যত দিন যাচ্ছে ব্যাংকটির অবস্থা আরো খারাপ হচ্ছে। প্রায় ৫ হাজার কোটি টাকার মূলধন ঘাটতি নিয়ে পদ্মা ব্যাংক বর্তমানে দেউলিয়া হওয়ার পথে। এ অবস্থায় ব্যাংকটির কাছে গচ্ছিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আমানতের অর্থ ফেরতের জন্য করণীয় নির্ধারণে গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকটিকে আমানতের অর্থ ফেরত দেয়ার বিষয়ে পূর্ণাঙ্গ রোডম্যাপ জমা দিতে বলা হয়েছে। যদিও অনিয়মে বিপর্যস্ত পদ্মা ব্যাংকের কাছ থেকে সরকারি প্রতিষ্ঠানের আমানতের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কালবেলা
সরকারি অর্থে কর্মকর্তাদের বিলাসনগরী
ঢাকার নতুন অফিসপাড়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত বিলাসবহুল আবাসন প্রকল্প যেন উন্নত দেশের পাঁচতারকা হোটেলের এক মডেল। বিশাল আয়তনের ১ হাজার ৫১২টি ফ্ল্যাটের মধ্যে চারটি জোনে বিভক্ত আবাসিক ভবনে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। স্কুল, কলেজ, মসজিদ, শপিংমল, লেকপাড় প্লাজা, ব্রিজ, প্লে জোনসহ কমিউনিটি সেন্টার রয়েছে, যার অডিটোরিয়ামের ছাদে রয়েছে সুইমিংপুল। অভ্যন্তরীণ সাজসজ্জা, কিচেন, কেবিনেট, ওয়াল আলমিরা ও ফলস সিলিংয়ের মতো বিলাসিতাও চোখে পড়ার মতো। ৪ হাজার কোটি টাকা ব্যয়ে গড়তে যাওয়া এ প্রকল্পের প্রতিটি রাস্তার বর্গমিটারে হাজার হাজার টাকা খরচ করার আয়োজন চলছে। আধুনিক সিকিউরিটি সিস্টেম, সোলার স্ট্রিট লাইট, ক্লোজড ড্রেন ও উন্নত পানি সরবরাহসহ নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে, যা ঢাকার সরকারি আবাসনের এক বিলাসবহুল ছবি ফুটিয়ে তোলে।
