বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষকের নেই উচ্চতর ডিগ্রি

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
তথ্য আপা, জয়িতা, ডে কেয়ারের কর্মীদের কী হবে
কর্মজীবী তানজিলা মোস্তাফিজের সন্তানের বয়স ১ বছর ১১ মাস। অনেক ছোটাছুটি করার পর রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার ভবনে থাকা সরকারি দিবাযত্ন কেন্দ্রে সন্তানের জন্য একটি আসন পান তিনি।
এ দিবাযত্ন কেন্দ্রটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলাবিষয়ক অধিদপ্তরের ‘২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন’ প্রকল্পের অধীনে পরিচালিত হয়। আসন পেতে মা–বাবার করা ৫৫০টি আবেদন এখন অপেক্ষমাণ তালিকায় রয়েছে।
কালবেলা
বিশ্বে উচ্চ রক্তচাপে বছরে কোটি মানুষের মৃত্যু
বিশ্বজুড়ে ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি মানুষ উচ্চ রক্তচাপজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগছে। তাদের মধ্যে প্রতি পাঁচজনে একজন নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে বেঁচে আছেন। গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দ্বিতীয় বৈশ্বিক উচ্চ রক্তচাপ সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের সময় যৌথভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ব্লুমবার্গ ফিলানথ্রপিজ ও রিসলভ টু সেভ লাইভ আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
আজকের পত্রিকা
আঙুলের ছাপ না মেলায় সেবা পেতে ভোগান্তি
ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ না মিললে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা পেতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। এ পরিস্থিতিতে নাগরিকেরা নির্বাচন কমিশনের (ইসি) দ্বারস্থ হচ্ছেন। কেউ কেউ ইসিতে নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই সমস্যার সমাধান করছেন। যাঁদের ফিঙ্গারপ্রিন্ট কোনোভাবেই আর নেওয়া যাচ্ছে না, তাঁদের ইসি থেকে প্রত্যয়নপত্র বা এনওসি দেওয়া হয়। যা দেখিয়ে তাঁরা কাঙ্ক্ষিত সেবা নিতে পারেন।
আরও পড়ুন
কালের কণ্ঠ
শিক্ষার মান তলানিতে
দেশে শিক্ষার মান ক্রমে নিচের দিকে নামছে। শিক্ষার্থীদের পাঠদক্ষতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও বাস্তব প্রয়োগ ক্ষমতায় বড় ধরনের ঘাটতি দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে বাংলাদেশের ডিগ্রির মান অবনমনেরও খবর আসছে।
বিশ্বব্যাংকের চলতি বছরের প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষার মান নিয়ে বলা হয়, একটি শিশু ১৮ বছর বয়সে সাধারণত ১১ বছর মেয়াদি আনুষ্ঠানিক শিক্ষা সম্পন্ন্ন করে (প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি)।
বণিক বার্তা
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে ফিরতে হতে পারে বেশির ভাগ বাংলাদেশী শিক্ষার্থীকে
যুক্তরাষ্ট্রে ফাইন্যান্সে স্নাতকোত্তরে পড়ালেখা করতে ২০২১ সালে দেশ ছাড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনিরুল ইসলাম (ছদ্মনাম)। তথ্যপ্রযুক্তি খাতে দেশটিতে কর্মসংস্থানের বড় সুযোগ থাকায় দ্বিতীয় দফায় তিনি বিজনেস অ্যানালিস্ট অ্যান্ড ডাটা সায়েন্সেস থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। লেখাপড়ার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপও করেন। বর্তমানে সেখানেই কর্মরত আছেন বাংলাদেশী এ গ্র্যাজুয়েট। তবে সেখানে তার ওপিটি (অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং) পিরিয়ড প্রায় শেষ পর্যায়ে। এখন তিন বছরের মধ্যে এইচ-১বি (দক্ষ কর্মী) ভিসা পেলে থাকতে পারবেন যুক্তরাষ্ট্রে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এ ক্যাটাগরির ভিসার ওপর ১ লাখ ডলার ফি আরোপ করায় বড় শঙ্কা তৈরি হয়েছে।
প্রথম আলো
নির্বাচনে প্রার্থী চূড়ান্ত, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি শুরু জামায়াতের, আলোচনায় কারা
গাজীপুর-৬ ও নরসিংদী-৫—এ দুটি আসন ছাড়া জাতীয় সংসদের বাকি ২৯৮টি আসনের প্রার্থী ঠিক করে প্রায় চার মাস আগেই নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এখন কেন্দ্রভিত্তিক প্রস্তুতি শুরু করেছে দলটি। এর অংশ হিসেবে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা এবং ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা প্রতিরোধে কেন্দ্রভিত্তিক কমিটি করা হচ্ছে।
আগামী এক-দেড় মাসের মধ্যে এ কার্যক্রমগুলো শেষ হবে বলে জামায়াতের উচ্চপর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
সমকাল
পাঁচ জেলার নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ দুর্বল হয়ে পড়ায় এর প্রভাবে দেশের কয়েক জেলায় ভারী বৃষ্টিপাত এবং নদনদীতে পানি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নিম্নচাপটি ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে ছত্তিশগড়ের দিকে চলে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শরিফুল নেওয়াজ কবির জানান, নিম্নচাপ দুর্বল হয়ে ছত্তিশগড়ে অবস্থান করলেও রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বণিক বার্তা
রাজধানীতে শিশুদের জন্য সবচেয়ে অনিরাপদ এলাকা তেজগাঁও ও মিরপুর
সাড়ে চার বছর বয়সী শিশু রোজা মণি। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে নিখোঁজের একদিন পর গত ১৩ মে বিজয় সরণি ফ্লাইওভারের কাছে তেজকুনিপাড়ার ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। শিশুটির দেহে ছিল ভয়াবহ নির্যাতনের চিহ্ন—গলায় প্যাঁচানো রশি, বুকে ফোসকা পড়ে উঠে যায় চামড়া, বিভিন্ন স্থানে লাল ও কালো দাগ। শরীরে গরম পানি ঢেলে নির্মম নির্যাতনের পর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল বলে প্রাথমিক ধারণা পুলিশের।
কালের কণ্ঠ
স্বপ্ন এখনো কাগজেই বন্দি
জাতীয় চিড়িয়াখানার আধুনিকায়ন যেন কাগজের ভেতরেই আটকে আছে। চার বছর আগে বহুল আলোচিত মাস্টারপ্ল্যানের কাজ শেষ হয়েছে। পেয়েছে অনুমোদনও। কিন্তু বাস্তবায়নের কাজ এখনো শুরু হয়নি।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন প্রায় এক হাজার ২২৭ কোটি টাকা। তবে মাস্টারপ্ল্যান বাস্তবায়নের প্রকল্প এত দিনেও অনুমোদন পায়নি। ফলে প্রাণী ও দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ থেমে আছে। ঢাকার এই চিড়িয়াখানার পাশাপাশি রংপুরের চিড়িয়াখানার আধুনিকায়নের পরিকল্পনাও একই সঙ্গেই নেওয়া হয়।
সমকাল
সংক্রমণ ৫৩% বৃদ্ধি, শঙ্কার মাস শুরু
ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ৫৩ শতাংশ। একই সঙ্গে মৃত্যু বেড়েছে ১৬ দশমিক ৯৫ শতাংশ। শুধু তাই নয়, এই রোগে মোট মৃত্যুর ৬০ শতাংশ রোগী চিকিৎসাধীন ছিলেন রাজধানীর সরকারি ছয় হাসপাতালে।
বণিক বার্তা
ন্যূনতম স্বাস্থ্যসেবাও পাচ্ছে না কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের মানুষ
কুড়িগ্রাম ও গাইবান্ধার বড় অংশজুড়ে রয়েছে চর এলাকা। দেশের মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন এসব চরের অধিকাংশ মানুষই দারিদ্র্যসীমার নিচে বাস করছে। দরিদ্র এ জনগোষ্ঠীকে প্রতিনিয়তই টিকে থাকতে হয় প্রকৃতির ভাঙা-গড়ার খেলায়। বন্যা ও নদীভাঙনের ফলে প্রতি বছরই এসব চরের অনেক পরিবার হয় গৃহহীন। বিনষ্ট হয় তাদের আরাধ্য ফসল। আবার ভূমি হারিয়ে অনেকেই হয় নিঃস্ব। বন্যা-খরার সঙ্গে বাড়তি দুর্ভোগ যোগ করে অসুস্থতা। অথচ অর্থনৈতিকভাবে দুর্বল এসব মানুষের ন্যূনতম প্রাথমিক চিকিৎসাসেবা নেয়ারও ব্যবস্থা নেই বেশির ভাগ চরাঞ্চলে। হাতে গোনা কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেখানে মিলছে না প্রত্যাশিত সেবা। শিশু কিংবা বৃদ্ধরা অসুস্থ হলেও ভরসা করতে হয় গ্রাম্য কবিরাজের ওপর।
কালের কণ্ঠ
ইসলামিক ফাউন্ডেশনে প্রকল্পের টাকা নয়ছয়
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ছয় কোটি ১২ লাখ টাকা আত্মসাৎ করেছেন প্রকল্প পরিচালকের পিএসহ (ব্যক্তিগত সহকারী) ছয় ব্যক্তি। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে ধর্ম মন্ত্রণালয়। কমিটি এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এদিকে অভিযুক্ত ছয় ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
প্রথম আলো
এবার চীন থেকে দেড় হাজার কোটি টাকার বেশি দামের ২০টি ইঞ্জিন অনুদান হিসেবে পাচ্ছে রেল
চীন থেকে ২০টি মিটারগেজ ইঞ্জিন সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। দেড় হাজার কোটি টাকার বেশি মূল্যের এসব ইঞ্জিন পুরোপুরি বিনা পয়সায় বা অনুদান হিসেবে দেবে চীন। এ লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী দুই বছরের মধ্যে চীনের অনুদানের ইঞ্জিন পাওয়ার প্রত্যাশা করছে রেলওয়ে।
আজকের পত্রিকা
বিনা রোগে মৃত্যুর ৫৪ শতাংশই অবহেলিত জনস্বাস্থ্য সমস্যায়
দেশে প্রতিদিন প্রায় অর্ধলাখ মানুষ নানাভাবে আঘাতপ্রাপ্ত হন। কারও আঘাত মৃদু, কারও মাঝারি, আবার কারও আঘাত মারাত্মক হয়। মারাত্মক আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের প্রায় ৪০০ জন আজীবনের জন্য পঙ্গুত্ববরণ করেন, আর মারা যান আড়াই শতাধিক। আঘাতের কারণে যাঁরা মারা যান তাঁদের অর্ধেকেরই মৃত্যুর কারণ তিনটি অবহেলিত জনস্বাস্থ্য সমস্যা। আর তা হলো আত্মহত্যা, পানিতে ডুবে মৃত্যু এবং পড়ে গিয়ে মৃত্যু।
কালের কণ্ঠ
সমান শ্রমেও মজুরি-মর্যাদায় বৈষম্যের শিকার নারীরা
শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে। পুরুষের সঙ্গে সমান সময় দিয়ে কাজও করেন। কিন্তু মজুরি পান অপেক্ষাকৃত কম। আবার প্রমোশনের বেলায়ও মূল্যায়ন কম।
এ ছাড়া পরিবারে বেশি সময় দিয়েও এর অর্থনৈতিক মূল্য থেকে বঞ্চিত হন। কৃষি খাতে অবদান রাখলেও বেশির ভাগ ক্ষেত্রেই পান না মজুরি। সব মিলিয়ে শিক্ষিত-অশিক্ষিত-নির্বিশেষে কর্মক্ষেত্রে নারী এখনো বৈষম্যের শিকার। এসব তথ্য তুলে ধরেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
দেশ রূপান্তর
নিষিদ্ধের সময় নিয়ে ভিন্নমত
মা ইলিশ সংরক্ষণে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আজ ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই ২২ দিনব্যাপী নিষেধাজ্ঞার সময় সারা দেশে চলবে বিশেষ অভিযান। এতে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ-পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেবে। এই সময়ে ৩৭টি জেলার ১৬৫টি উপজেলার ৬ লাখ ২০ হাজার জেলে পরিবার সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় সহায়তা পাবে। প্রতি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। তবে জেলেরা এই সহায়তাকে পর্যাপ্ত মনে করছেন না। তারা নিষেধাজ্ঞার সময় ঋণের কিস্তি স্থগিত রাখার দাবি জানিয়েছেন।
আজকের পত্রিকা
মাদক পাচার: ইয়াবার আঁতাতে জড়িত সবাই
কক্সবাজার হয়ে প্রতিদিন লাখ লাখ ইয়াবা বড়ি দেশে ঢুকছে। মিয়ানমারের সিন্ডিকেট, স্থানীয় চক্র ও রোহিঙ্গাদের সহযোগিতায় প্রতিদিন কোটি কোটি টাকার মাদক আসছে। প্রশাসন কঠোর নজরদারির কথা বলে এলেও বাস্তবে ইয়াবার স্রোত থামছে না। বরং বলা হচ্ছে, মাদক পাচার আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে।
কালবেলা
মানব পাচার ঠেকানোর তোড়জোড় কেবল কাগজে-কলমে
মানব পাচার প্রতিরোধে সরকারের পক্ষ থেকে কাগজে-কলমে নানা উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে সেগুলোর বাস্তবায়ন চোখে পড়ে না। ফলে প্রতি বছরই আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসাবে মানব পাচারে ঘুরেফিরে শীর্ষ দশটি দেশের মধ্যেই থাকছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় চলতি বছর তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। এটিকে দেশের জন্য ‘লজ্জাজনক’ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ভাষ্য, সরকার ঘোষিত উদ্যোগগুলোর বাস্তবায়ন হলে কমত মানব পাচার।
যুগান্তর
পণ্য পাচারের নিয়ন্ত্রক আওয়ামী নেতারা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক স্থানীয় নেতাদের মদদে এখনো চট্টগ্রাম ইপিজেড ও কর্ণফুলী ইপিজেড থেকে পণ্য পাচার হচ্ছে। ঝুট-ভাঙারি মালের সঙ্গে বের করে নেওয়া হয় শুল্কমুক্ত সুবিধার পোশাক ও মেশিনের স্পেয়ার পার্টস। পরে সেগুলো ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন মার্কেটে বিক্রি করা হয়। চুরির অর্থের ভাগ পায় ইপিজেড থানা পুলিশ, কাস্টমস কর্মকর্তা ও বেপজার নিরাপত্তাকর্মীরা। এ কাজে ১০টি কারখানা পণ্য পাচারে জড়িত। সম্প্রতি রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।
কালবেলা
সিসার বিষে নীল সবুজ জনপদ
গোপালগঞ্জের কাশিয়ানীর প্রত্যন্ত জনপদ পারুলিয়া। যে গ্রামে রয়েছে ঘন সবুজ আর ফসলের ভান্ডার। শস্যের মাঠ, আঁকাবাঁকা খালবিল আর ফলের বাগানে ভরা এক সমৃদ্ধ জনপদ। কোমল সবুজে ঘেরা, পাখির কলকাকলীতে মুখর এই নির্মল জনপদে কিছুদিন আগেও সকাল থেকেই কিষান-কিষানিরা ব্যস্ত হয়ে পড়তেন ক্ষেত-খামারের কাজে। স্থানীয় কৃষকদের জীবিকা নির্ভর করত তিন ফসলি জমি, খালের মাছ আর মৌসুমি ফলের ওপর। কিন্তু এখন সেই প্রকৃতি যেন ধ্বংসের দ্বারপ্রান্তে। মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রাণচঞ্চল প্রকৃতির জায়গা নিয়েছে ধোঁয়া, দূষণ আর ভয়ের রাজত্ব। বিষাক্ত কালো ধোঁয়া, অ্যাসিডের গন্ধ আর ভারী ধাতুর বর্জ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো এলাকার পরিবেশ ও জনজীবন। গ্রামের শান্ত পরিবেশে হঠাৎই ছন্দপতন ঘটিয়েছে পুরোনো বাতিল ব্যাটারি পুড়িয়ে সিসার বার তৈরির কারখানা। সন্ধ্যা নামলেই বিষাক্ত ধোঁয়ায় ভারি হয় বাতাস, শ্বাসকষ্টে ভোগেন অ্যাজমা রোগীরা। রাত গভীর হলে মৃত্যুভয়ে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসী।
প্রথম আলো
বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষকের নেই উচ্চতর ডিগ্রি
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ৫৬ শতাংশ শিক্ষকের উচ্চতর ডিগ্রি নেই। বাকি শিক্ষকদের মধ্যে ৩৮ শতাংশ পিএইচডি এবং ৬ শতাংশ এমফিল বা সমমানের ডিগ্রিধারী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে (২০২৩ সালের তথ্য নিয়ে তৈরি) এ চিত্র উঠে এসেছে।
