চট্টগ্রামে অপহরণের এক ঘণ্টার মধ্যেই উদ্ধার হলো স্কুলছাত্র

চট্টগ্রামের কর্ণফুলীতে অপহরণের মাত্র এক ঘণ্টার মধ্যে সপ্তম শ্রেণির এক ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার সৈন্যারটেক আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শিশুটিকে অপহরণ করা হয়। উদ্ধার হওয়া ছাত্রের নাম সাইদুল ইসলাম সাইম (১৩)। সে কর্ণফুলীর শিকলবাহা এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ জানায়, সাইমকে কৌশলে প্রলুব্ধ করে অপহরণ করে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম শহরে। পরে অপহরণকারী আল হাসান (২৫) কোতোয়ালি থানার স্টেশন রোডের হোটেল ছোবাহানে অবস্থান নেয় এবং শিশুটির পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে।
আরও পড়ুন
খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। এক ঘণ্টারও কম সময়ে হোটেল ছোবাহানের সামনে থেকে সাইমকে অক্ষত অবস্থায় উদ্ধার ও আল হাসানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় অপহরণকারীর কাছ থেকে মুক্তিপণের ৫ হাজার টাকার মধ্যে ৩ হাজার ৭৬০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ বলেন, অভিযান শুরু করার পর অল্প সময়ের মধ্যেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
এমআর/এমজে