বিচার বিভাগ: পদোন্নতির প্যানেলে ১১ শতাধিক কর্মকর্তা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
উদ্বিগ্ন সরকার, দায়িত্ব দিল দলগুলোকে
জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এই আলোচনার আয়োজন সরকার করবে না। রাজনৈতিক দলগুলো যদি এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।
সমকাল
৯ বছর ধরে প্রকাশনা বন্ধ রাষ্ট্রের সর্বোচ্চ দলিলের
বাংলাদেশ সংবিধান দিবস আজ। স্বাধীনতার পর ১৯৭২ সালের ৪ নভেম্বর প্রণীত হয় বাংলাদেশের সংবিধান। ওই বছরের ১৬ ডিসেম্বর সেটি কার্যকর হয়।
গত ৫৩ বছরে নানা প্রেক্ষাপটে সংবিধান সংশোধন হয়েছে ১৭ বার। তবে সংবিধানে উল্লেখ থাকা অনেক আইন প্রণয়নের নির্দেশনা থাকলেও আজও তা কার্যকর হয়নি। ন্যায়পাল নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আইনের এখনও শূন্যতা রয়েছে। এমন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে সংবিধান দিবস। এ উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
আজকের পত্রিকা
কার্গো ভিলেজে আগুন: বিমানবন্দরের ভল্ট ভেঙে চুরি হলো ৭ আগ্নেয়াস্ত্র
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান- বন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুনেও অক্ষত স্ট্রং রুমের ভল্ট থেকে চুরি হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্র। ওই কমপ্লেক্সের স্ট্রং রুম গত রোববার দুপুরে নিয়মিত পরিদর্শনের সময় ভল্ট থেকে অস্ত্রগুলো খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে।
চুরি হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এম ৪ কারবাইন ও ব্রাজিলের তৈরি টরাস পিস্তল। তবে কোন অস্ত্র কতটি চুরি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সুরক্ষিত ওই ভল্ট ভেঙে অস্ত্র চুরির ঘটনা জানাজানির পর বিমানবন্দরে তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে বিমানবন্দর থানার পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে এবং পুলিশ সদর দপ্তরকেও জানানো হয়েছে।
প্রথম আলো
মধ্যস্থতা নিয়ে আদানির প্রস্তাবে রাজি নয় পিডিবি
ভারতীয় কোম্পানি আদানির বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে বিরোধ নিষ্পত্তি হয়নি। সিঙ্গাপুরের সালিসি আদালতের মাধ্যমে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে আদানি। তবে এতে রাজি নয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
পিডিবি সূত্র বলছে, আদানির সঙ্গে তাদের বিদ্যুৎ কেনার চুক্তির প্রক্রিয়া তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে এতে অনিয়ম খুঁজে পেয়েছে চুক্তি পর্যালোচনা কমিটি। প্রমাণ সংগ্রহে আরও মাসখানেক সময় লাগবে।
বণিক বার্তা
তিন মাস ধরে কমছে রফতানি প্রবৃদ্ধি, অক্টোবরে কমেছে ৭.৪৩ শতাংশ
দেশে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে শ্লথগতির মধ্যেও কিছুটা স্বস্তি ছিল রফতানি আয় ও রেমিট্যান্সে। কিন্তু চলতি অর্থবছরের চার মাস পর রফতানি খাতের সাফল্য ফিকে হয়ে এসেছে। টানা তিন মাস ধরে রফতানি আয় কমছে। বিশেষ করে অক্টোবরে দেশের রফতানি আয়ে ৭ দশমিক ৪৩ শতাংশ পতন ঘটেছে।
প্রথম আলো
শিক্ষকেরা বাড়তি যত্ন নেন, উপস্থিতি বেড়েছে শিক্ষার্থীদের
বর্ষায় পানিতে থই থই করে হাওর। শিশুরা দূরদূরান্ত থেকে বিদ্যালয়ে আসতে উৎসাহবোধ করত না। তাই হাওরের বিদ্যালয়গুলোতে বর্ষা মৌসুমে উপস্থিতি কমে যায়। তবে এবার বিশেষ মানোন্নয়ন পরীক্ষা চালু করায় সুনামগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র পাল্টে গেছে।
আজকের পত্রিকা
বৈদেশিক বাণিজ্য: দেশে চীনের ব্যাংক চান ব্যবসায়ীরা
বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। দেশটির সঙ্গে এখন বাংলাদেশের বার্ষিক আমদানি-রপ্তানি ১৭ বিলিয়ন ডলারের বেশি। তবে ভারত, পাকিস্তান, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের বাণিজ্যিক ব্যাংক থাকলেও চীনের কোনো ব্যাংক নেই বাংলাদেশে। ব্যবসায়ীরা বলছেন, ব্যবসা-বাণিজ্যে সহায়তার জন্য একটি চীনা বাণিজ্যিক ব্যাংক হওয়া জরুরি। তাঁদের যুক্তি, এতে চীনা মুদ্রা ইউয়ানে লেনদেন করা গেলে ডলার সাশ্রয় হবে। তবে অর্থনীতিবিদের মতে, চীনা ব্যাংক যদি আসেও, তারা কী সেবা দেবে, তার ওপরই মূলত এর কার্যকারিতা নির্ভর করবে। ইউয়ানের স্বল্পতাও একটা সীমাবদ্ধতা।
আজকের পত্রিকা
বিচার বিভাগ: পদোন্নতির প্যানেলে ১১ শতাধিক কর্মকর্তা
আইন মন্ত্রণালয় থেকে সম্প্রতি ১১ শতাধিক বিচার বিভাগীয় কর্মকর্তাকে পদোন্নতির প্যানেলভুক্ত করার প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদনের জন্য আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় উঠছে। এ সভায় বিষয়টি অনুমোদিত হলে তা আবারও পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। এরপর সময়ে সময়ে ওই প্যানেল থেকে পদোন্নতি দেওয়া হবে।
কালের কণ্ঠ
খুলনা মহানগরে ১৪ মাসে ৩৯ হত্যাকাণ্ড
অহরহ হত্যাকাণ্ড, গোলাগুলি, বোমা হামলা ও কোপাকুপির ঘটনায় খুলনা মহানগরবাসী এখন আতঙ্কের সঙ্গে বসবাস করছেন। বিশেষ করে সন্ধ্যা নামলে প্রায়ই নগরীর কোথাও না কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটছে। সর্বশেষ গত রবিবার রাতে যোগীপোল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখের কার্যালয়ে হত্যাকাণ্ড ঘটে। এটি স্থানীয় বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে।
প্রথম আলো
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোটের শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
যুগান্তর
একই দিনে গণভোট জাতীয় নির্বাচন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে। এই গণভোটে জুলাই সনদের প্রস্তাবগুলোর ওপর বিভিন্ন দলের দেওয়া নোট অব ডিসেন্ট (ভিন্নমত) উল্লেখ থাকবে না। তবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নে ২৭০ দিনের বাধ্যবাধকতার যে সুপারিশ করা হয়েছে, সেটিও তুলে দেওয়া হবে। এছাড়া পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চকক্ষ। অর্থাৎ জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপি-জামায়াত উভয় পক্ষের যে দাবি রয়েছে, সেসব দাবি মানার ক্ষেত্রে সরকার ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। গত কয়েকদিনের আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক আলোচনার ভিত্তিতে সরকার এ ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
কালের কণ্ঠ
পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে আপিল
গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে এক যুগ আগে আওয়ামী লীগ সরকার সংবিধানে যে পঞ্চদশ সংশোধনী এনেছিল, তার কিছু অংশ অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন চার রিটকারী।
পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল চেয়ে গতকাল সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করা হয়েছে বলে জানান আইনজীবী শরীফ ভূঁইয়া। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা (রিট আবেদনকারীরা) পঞ্চদশ সংশোধনী পুরোটাই বাতিল চেয়েছিলাম।
কালবেলা
সরকারকে ‘রেফারি’ চায় বিএনপি জামায়াত, ‘অস্পষ্ট’ এনসিপি
দেশের রাজনীতি এ মুহূর্তে গুরুত্বপূর্ণ এক বাঁকে দাঁড়িয়ে আছে। বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি এবং গণভোটের সময়সূচি নিয়ে প্রধান তিনটি রাজনৈতিক পক্ষ—বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে। এতে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে। জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।
কালের কণ্ঠ
খাদ্য বিভাগে রমরমা বদলি বাণিজ্য
জুলাই অভ্যুত্থানের পর প্রশাসনে বড় ধরনের পরিবর্তন হলেও খাদ্য বিভাগে তেমন কোনো পরিবর্তন হয়নি। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আস্থাভাজন ও আশীর্বাদপুষ্টরাই নিয়ন্ত্রণ করছেন খাদ্য অধিদপ্তর। এখনো গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে ছড়ি ঘোরাচ্ছেন সাধন সিন্ডিকেটের সদস্যরাই। খাদ্য অধিদপ্তরে রমরমা বদলি ও পদায়ন বাণিজ্য করছে ওই সিন্ডিকেট।
সমকাল
গণঅভ্যুত্থানের পর এক বছরে এফডিআই বেড়েছে ১৯ শতাংশ
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, দেশে গণঅভ্যুত্থানের পর এক বছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ১৯ শতাংশ বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের যেসব দেশে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেসব দেশে পরবর্তী এক বছরে এফডিআই উল্লেখযোগ্য হারে কমেছে। বাংলাদেশ এ ক্ষেত্রে ব্যতিক্রম।
বিবিসি
ঢাকায় বিষধর গোখরার দেখা মিলছে কেন?
ধরুন সকালে ঘুম থেকে উঠে, আপনার ঘরে একটি গোখরা সাপ দেখতে পেলেন অথবা শুনলেন বাসার গ্যারেজে সাপ ঘুরছে। ঠিক কেমন প্রতিক্রিয়া হবে আপনার?
বাংলাদেশের রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের গত কয়েক মাসে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।
গত চার মাসে ঢাকার বিভিন্ন জনবহুল এলাকা থেকে তিনশো'র বেশি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।
সমকাল
চীনের সমরাস্ত্র কিনলে নিষেধাজ্ঞার ঝুঁকি
বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়ছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। দেশটি একে ঝুঁকি হিসেবে চিহ্নিত করছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন গত অক্টোবরের শেষ দিকে মার্কিন সিনেটের শুনানিতে এমন ঝুঁকির কথা বলেছেন।
বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের আধিপত্য রোধ করতে থিঙ্ক টোয়াইস অ্যাক্ট-২০২৫ নামে নতুন একটি আইন করছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে, চীন থেকে সমরাস্ত্র কিনলে নিষেধাজ্ঞাসহ অর্থনৈতিক বিধিনিষেধে পড়তে হবে। আগামী জানুয়ারিতে ব্রেন্ট ক্রিস্টেনসন দায়িত্ব দিয়ে যখন ঢাকায় আসবেন, তখন এ আইন হয়তো যুক্তরাষ্ট্রের নতুন বৈশ্বিক অস্ত্র হয়ে উঠবে।
