‘ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করতে হবে’

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমির আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, সব অবস্থাতে আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় এবং রাসূল (সা.) যে কাজ করে গেছেন সেটি করতে হবে। সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং রাসুলের (সা.) আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মহানগর জামায়াতের কার্যালয়ের ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সাথী-কর্মীদের নিয়ে প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, ইসলামের দাওয়াতি কাজ সবাইকে আন্তরিকভাবে করতে হবে। আমাদের সবাইকে শপথের আলোকে জীবনবাজি রেখে দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে হবে। জামায়াত এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমাদের এ প্রিয় মাতৃভূমিতে দ্বীন প্রতিষ্ঠার কাজে জোর প্রচেষ্টা চালাতে হবে। আমরা আল্লাহর কাছে যে প্রতিশ্রুতি করেছি সে অনুযায়ী দ্বীন প্রতিষ্ঠার কাজে ভূমিকা রাখতে হবে। সব ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে ইসলাম প্রতিষ্ঠার কাজে আমাদের আত্মনিয়োগ করতে হবে।
তিনি আরো বলেন, আমাদেরকে ইসলামের পক্ষে আরো আন্তরিক ও খুলুসিয়াতের সঙ্গে দ্বীন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করতে হবে।
মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগরের নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস।
এমআর/জেডএস