বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্পেনের বার্সেলোনায় সম্মিলিত বাংলাদেশি কমিউনিটির ব্যানারে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
রামলা দে রাভাল এ প্রায় সহস্রাধিক সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতা-কর্মীরা অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ ছাড়াও দিনটি উদযাপন উপলক্ষ্যে আয়োজন করা হয়- বর্ণমালা র্যালি, আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, একুশে ক্রিকেট টুর্নামেন্ট।
আরও পড়ুন
২১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হওয় একুশে মেলার অনুষ্ঠান। একে একে বার্সেলোনা পার্লামেন্ট, সিটি কাউন্সিল, চাইনিজ ও শ্রীলংকান কাউন্সেলর, কাসা এসিয়া, স্পেনের বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভাষা শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।
আলোচনা সভার শুরুতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির সংক্ষিপ্ত ইতিহাস স্প্যানিশ ভাষায় তুলে ধরেন আইনজীবী মিজানুর রহমান।
অনুষ্ঠানের প্রথম পর্ব আলোচনা সভায় একুশে মেলার সমন্বয়ক লোকমান হোসেনের সভাপতিত্বে এবং স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনির পরিচালনায় উপস্থাপক সহযোগী হিসেবে ছিলেন মোস্তাক আলী এবং নিগার হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বার্সেলোনা সিটি কাউন্সিল প্রধান আলবের্ত বাতিয়ে বাস্তারদাস, বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো, বার্সেলোনায় চীনের কাউন্সেলর ইয়ং জং, শ্রীলংকান কাউন্সেলর আগুস্তিন লানাস, সিটি কাউন্সিলর ইভান পেরা, কাতালোনিয়া সংসদ সদস্য আর্নেস্টো ক্যারিয়ন, রাভাল জোনের মসোস পুলিশের সাব-ইন্সপেক্টর কার্লোস কাবাস মারেনো, গোয়ারদিয়া পুলিশ প্রধান খুয়ান ফ্যান্দাডেড, কাছা এশিয়ার সংস্কৃতি সম্পাদক গায়েলি পাতিন লালই।
আলোচনা সভায় নেতৃবৃন্দের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন, স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, কাউন্সেলর রামন পেদ্রো, নুরুল ওয়াহিদ, সাহাদুল সুহেদ, আলাউদ্দিন হক নেছা।
এমএসএ