দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদ পরিদর্শন করলেন সৌদি মন্ত্রী

সিরিয়ার দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদ পরিদর্শন এবং সেখানে নামাজ আদায় করেছেন সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালেহ এবং সৌদি প্রতিনিধিদলের সদস্যরা। শুক্রবার দামেস্কের ঐতিহাসিক মসজিদটি পরিদর্শন করেন তারা।
সৌদি সংবাদমাধ্যম আল-আখবারিয়ার প্রতিবেদন অনুযায়ী, সৌদি প্রতিনিধিদলকে মসজিদের স্থাপত্য ও ঐতিহাসিক দিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়।
উল্লেখ্য, সৌদি বিনিয়োগমন্ত্রীর নেতৃত্বে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল বর্তমানে সিরিয়া সফরে রয়েছেন।
আরও পড়ুন
প্রথম সৌদি-সিরিয়ান বিনিয়োগ ফোরাম দামেস্কে অনুষ্ঠিত হয়েছে। এ সময় সৌদি আরব সিরিয়ার সঙ্গে ৬.৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করেছে, যা যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনের ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সিরিয়ার জনগণকে ঘিরে সৌদি আরবের সুস্পষ্ট অবস্থান বাস্তবে রূপ দেওয়ার বার্তা হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশেষ নির্দেশে সৌদি প্রতিনিধিদল দামেস্কে পৌঁছেছে।
যুবরাজের নির্দেশে তাৎক্ষণিকভাবে ‘সৌদি-সিরিয়ান বিজনেস কাউন্সিল’ গঠন করা হয়েছে। এর নেতৃত্বে থাকবেন ‘আকওয়া পাওয়ার কোম্পানির সিইও মোহাম্মদ আবদুল্লাহ আবুনাইয়ান’। এই কাউন্সিলের নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা।দ