চ্যাম্পিয়ন্স ট্রফির ১ মাস আগেই ছিটকে গেলেন প্রোটিয়া তারকা

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ইতোমধ্যে প্রতিযোগী সাতটি (ভারত বাদে) দেশ প্রাথমিক দলও ঘোষণা করেছে। টুর্নামেন্ট শুরুর এক মাসেরও বেশি সময় বাকি, এরই মাঝে বড় দুঃসংবাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের তারকা পেসার এনরিখ নরকিয়া পিঠের চোটের কারণে বৈশ্বিক এই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন।
গত বছরের জুনে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ৩১ বছর বয়সী এই প্রোটিয়া পেসার। ফেব্রুয়ারিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ দিয়ে নরকিয়ার জাতীয় দলে ফেরার কথা ছিল। ছিলেন দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও। তবে চলমান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ-২০’এর অনুশীলনে তার পায়ের আঙুল ভেঙে গেছে। ফলে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টও শেষ প্রিটোরিয়া ক্যাপিটালসের এই ডানহাতি পেসারের।
নরকিয়ার চোটের বিষয়টি নিশ্চিত হওয়ার আগে প্রোটিয়াদের সাদা বলের কোচ রব ওয়াল্টার বলেছিলেন, ‘সে দারুণ পেশাদার। নিজেই নিজের যত্ন নেয়, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কাজ করে। আমি তার ওপর আস্থা রাখি এবং বিশ্বাস আছে যে সে (চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে) প্রস্তুত আছে।’ ওই মন্তব্যের ৪৮ ঘণ্টা পরই ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, ‘৫০ ওভারের টুর্নামেন্টের আগে তার সেরে ওঠার সম্ভাবনা নেই।’
আরও পড়ুন
আসন্ন টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া নরকিয়া বিকল্প এখনও ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা। এর আগে কুঁচকির চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়নি তরুণ পেসার জেরাল্ড কোয়েটজেকে। তবে তিনি এসএ-টোয়েন্টিতে জোবার্গ সুপার কিংসের স্কোয়াডে চোট কাটিয়ে ফিরেছেন। ফলে তিনিই খুব সম্ভবত নরকিয়ার জায়গায় পাকিস্তান-দুবাইয়ের বিমান ধরতে যাচ্ছেন। এর আগে এই দুই তারকাই ইনজুরিতে থাকায় অভিজ্ঞতার বিচারে দলে জায়গা পান নরকিয়া। চোটের ধাক্কা তাকে সরিয়ে কোয়েটজেকেই দলে স্থলাভিষিক্ত করে দিতে পারে।
সাম্প্রতিক বছরগুলো দক্ষিণ আফ্রিকান পেসারদের জন্য মোটেই ভালো কাটেনি। নরকিয়া ছাড়াও চোটের ধাক্কা সামলাতে হিমশিম খেয়েছেন লুঙ্গি এনগিডি, কোয়েটজে (দুজনের চোটই কুঁচকির), উইয়ান মুল্ডার (আঙুল ভাঙা)। তারা চোট কাটিয়ে ফিরলেও, পেছনের চোটে পড়ে নান্দ্রে বার্গার এবং হাঁটুর চোটে থাকা লিজাড উইলিয়ামস পুরো মৌসুমে আর খেলার সুযোগ পাচ্ছেন না।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। দুদিন পর ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে তাদের বাকি দুই সঙ্গী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
এএইচএস