চ্যাম্পিয়ন্স ট্রফির টপঅর্ডার ব্যাটিং নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। তার আগে শেষ সময়ের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। আজও (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তারা অনুশীলনে ব্যস্ত ছিলেন। তবে চিন্তার বিষয় গত ডিসেম্বরের পর আর বাংলাদেশ কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজ শেষে সর্বশেষ বিপিএলেও খেলেছে একই ফরম্যাটের ম্যাচ। যদিও এতে কোনো সমস্যা দেখছে না বিসিবি।
পেশাদার ক্রিকেটারদের এসবে কোনো সমস্যা নেই বলে মনে করেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, ‘২০ ওভার আর ৫০ ওভার, এটা ক্রিকেটারদের মানিয়ে নিয়ে খেলতে হবে। সেখানে আমার মনে হয় ক্রিকেটাররা যথেষ্ট প্রফেশনাল, যথেষ্ট আন্তর্জাতিক মানের খেলোয়াড়। আমার ব্যক্তিগত মতামত এক্ষেত্রে তাদের খুব একটা অসুবিধা হবে না।’
বাংলাদেশ ব্যাটিংয়ে ভালো করতে বড় ভূমিকা রাখতে হয় টপ অর্ডার ব্যাটারদের। এই পজিশনের ব্যাটারদের নিয়ে মিঠু বলেন, ‘আশা তো রয়েছে তারা পারফর্ম করবে। যখন আপনি রান করেন তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা একটু উপরেই থাকে। এখানে (বিপিএল) পারভেজ হোসেন ইমন বলেন বা তানজিদ তামিম তারা কিন্তু রান পেয়েছে। আর সৌম্য (সরকার) অভিজ্ঞ ক্রিকেটার, তাই আশা করছি দুবাই বা পাকিস্তানের উইকেটেও তারা ভালো করবে।’

এ ছাড়া বিপিএলের মাঝপথেই অবসর নেওয়া তামিম ইকবালের ক্রিকেট বোর্ডে আসা প্রসঙ্গেও জানতে চাওয়া হয় বিসিবির এই পরিচালকের কাছে। জবাবে তিনি বলেন, ‘তামিম দেশের সেরা ব্যাটসম্যানদের একজন। একটা অভিজ্ঞ ছেলে। যদি এরকম আসে তাহলে ক্রিকেটের জন্য মঙ্গল হবে। সুতরাং মোস্ট ওয়েলকাম। আমি তাকে আরও বলব, উৎসাহ দেব যাতে সে আসে।’
আরও পড়ুন
প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও দুবাইয়ের মাটিতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। প্রতিযোগিতার দ্বিতীয় দিনই (২০ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ আসর শুরু করবে। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্ত’র দল।
এসএইচ/এএইচএস