একদিনের জন্য দুবাই এসে কেন ফেরত যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

দুবাই এসে একদিন পার করেই ফের পাকিস্তানের দিকে ছুটতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের একগুঁয়ে সিদ্ধান্ত আর হাইব্রিড মডেলের টুর্নামেন্টের কারণে বেশ একটা ভোগান্তিই পোহাতে হলো প্রোটিয়া শিবিরকে। ১ তারিখ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ করেই দুবাই গিয়েছিল তারা।
এরপর গতকাল ভারতের জয়ের মাধ্যমে নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল প্রতিপক্ষ হচ্ছে নিউজিল্যান্ড। সেই ম্যাচের ভেন্যু আবার পাকিস্তানের লাহোরে। ব্যাগ গুছিয়ে এবার দক্ষিণ আফ্রিকার যাত্রার পথটা এবার লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দরের দিকে। অবশ্য এবারে তাদের সঙ্গে যাচ্ছে নিউজিল্যান্ডও। আইসিসির নিয়মের চাপে মাঝে ১ দিন দক্ষিণ আফ্রিকাকে থাকতে হলো দুবাইয়ে।
ভারতের প্রবল আপত্তির মুখে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের সূচিতে এসেছে ব্যাপক জটিলতা। মূল আয়োজন পাকিস্তানে হলেও ভারত সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। যে কারণে ‘এ’ গ্রুপের সবকটি দলকেই পাকিস্তান এবং দুবাইয়ে ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে হয়েছে ম্যাচ।
একই জটিলতার মাঝে পড়তে হয়েছে গ্রুপ ‘বি’ থেকে সেমিতে ওঠা দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে। ভারতের বিপক্ষে সেমির আগে প্রতিপক্ষ যেন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পায়, তার জন্যেই আইসিসি দুই দলকে দুবাই নিয়ে গিয়েছিল। সেখানেই ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পর নির্ধারিত হয় সেমির লাইনআপ। সেই অনুযায়ী অস্ট্রেলিয়া দুবাইয়ে থেকে গিয়েছে। ভারতের বিপক্ষে তাদের সেমিফাইনাল ম্যাচ আগামীকাল।
আরও পড়ুন
আর দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। দুই দলই দুবাই থেকে ভ্রমণ শেষ করে ৫ তারিখের ম্যাচে মাঠে নামবে।
ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়, সেক্ষেত্রে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের বিজয়ী দলকে ফের যেতে হবে দুবাইয়ে। ৯ তারিখ সেখানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। আর ভারত যদি হেরে যায়, তবে অস্ট্রেলিয়াকে ধরতে হবে পাকিস্তানের বিমান। কারণ তখন ফাইনাল ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
এর আগে, পাকিস্তান এবং বাংলাদেশকে পড়তে হয়েছিল এমন জটিলতায়। ১৯ তারিখের ম্যাচ খেলেই পাকিস্তানকে যেতে হয়েছিল দুবাই। সেখানে ২৩ তারিখ তারা খেলেছিল ভারতের বিপক্ষে। বাংলাদেশ ২০ তারিখের ম্যাচ শেষ করে উড়াল দেয় রাওয়ালপিন্ডির দিকে। সেখানে ২৪ তারিখ ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে।
জেএ