সদ্যই ভারতে লঞ্চ করা হলো বহুল প্রতীক্ষিত ইয়ামাহা এক্সএসআর ১৫৫ (Yamaha XSR 155)। নিও-রেট্রো সেগমেন্টের এই বাইকটি নিয়ে ভারতের পাশাপাশি বাংলাদেশের বাইকপ্রেমীদের মাঝেও আগ্রহ তুঙ্গে। এর ক্লাসিক ডিজাইন এবং আধুনিক প্রযুক্তির এক দারুণ মিশ্রণ এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 

বাইকটি নিয়ে এই উন্মাদনার প্রমাণ মিলছে গুগল ট্রেন্ডসের পরিসংখ্যানেও। সম্প্রতি ভারত ও বাংলাদেশ- উভয় দেশেই ‘Yamaha XSR 155’ কী-ওয়ার্ডটি দিয়ে খোঁজার প্রবণতা হঠাৎ করেই তুঙ্গে উঠেছে। গুগল ট্রেন্ডস অনুসারে, গত কয়েক দিনে বাংলাদেশে বাইকটি নিয়ে সার্চ ভলিউম ৫ হাজারের বেশি বৃদ্ধি পেয়েছে, যা আকাশচুম্বী হিসেবে চিহ্নিত হয়েছে। একই সময়ে, ভারতে এই বাইকটি নিয়ে সার্চের পরিমাণ ২ লক্ষ ছাড়িয়েছে, যা থেকেও বোঝা যায়, দুই দেশের বাইকপ্রেমীরাই মডেলটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। এবার জেনে নেওয়া যাক, আলোচিত এই বাইকটির বিশেষত্ব কী?

ইঞ্জিন ও পারফরম্যান্স

ইয়ামাহা এক্সএসআর ১৫৫-তে রয়েছে ১৫৫ সিসি লিকুইড-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। যেটি R15 ও MT-15 বাইকেও ব্যবহার হয়েছে। এটি ১০,০০০ আরপিএম-এ ১৮.৪ হর্সপাওয়ার এবং ৭,৫০০ আরপিএম-এ ১৪.১ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। 

বাইকটিতে রয়েছে সিক্স-স্পিড গিয়ারবক্স; যাতে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ সুবিধা রয়েছে। এটি গিয়ার শিফটিংকে আরও মসৃণ করে এবং দ্রুত গতি কমানোর সময় পেছনের চাকা লক হওয়া থেকে বিরত রাখে।

চেসিস, ব্রেকিং ও সেফটি ফিচারস

বাইকটি ইয়ামাহার আইকনিক ডেল্টাবক্স ফ্রেমের ওপর নির্মিত, যা উচ্চ গতিতে দুর্দান্ত স্ট্যাবিলিটি দেয়। সাসপেনশনের জন্য সামনে রয়েছে প্রিমিয়াম আপসাইড-ডাউন (USD) ফর্ক এবং পেছনে রয়েছে লিঙ্কড মনোশক।

ব্রেকিংয়েও রয়েছে বাইকটির উন্নত প্রযুক্তি, দুই চাকাতেই ডিস্ক ব্রেক; বাড়তি সুরক্ষার জন্য রয়েছে ডুয়েল-চ্যানেল এবিএস (ABS)। শুধু তাই নয়, রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল -এর মতো গুরুত্বপূর্ণ সেফটি ফিচার। বলা বাহুল্য, এ সমস্ত ফিচার এই সেগমেন্টে একটি বড় সংযোজন এবং রাইডারকে অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করবে।

এছাড়াও বাইকটির কার্ব ওয়েটমাত্র ১৩৭ কেজি, যা এটিকে বেশ হালকা ও সহজে নিয়ন্ত্রণযোগ্য করে তুলেছে। এর সিট হাইট ৮১০ মিমি, যা বিভিন্ন উচ্চতার রাইডারদের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক হবে।

বাহারি রঙের লুক

এক্সএসআর ১৫৫-এর শুধু ফিচার বা স্পেসিফিকেশনই নয়, রয়েছে এর বাহারি রঙও। মোট চারটি ভিন্ন রঙে এসেছে এই আপডেট মডেলের বাইকটি। প্রতিটি রঙই বাইকটির রেট্রো ডিজাইনের সাথে দারুণভাবে মানানসই। এর মধ্যে রয়েছে মেটালিক গ্রে, ভিভিড রেড, গ্রেইশ গ্রিন মেটালিক ও মেটালিক ব্লু।

ভারতের বাজারে বাইকটির শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে ১.৫০ লক্ষ রুপি, যা এর স্পোর্টস ঘরানার দুই সিবলিং এমটি-১৫ (MT-15) এবং আর ১৫ (R15)-এর তুলনায় কিছুটা সাশ্রয়ী।

তবে বাংলাদেশের বাজারে এই সিরিজের বাইক থাকলেও নতুন এই ভার্সনটি দেশের বাজারে কবে আসবে বা এর মূল্য কেমন হবে, সে সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ডিএ