আজকের জোকস : ১৯ অক্টোবর, ২০২২
লাই দিয়ে মাথায় তোলা
স্ত্রী: ছেলেটাকে লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলেছ। সেই খেয়াল আছে?
স্বামী: কই নাতো! কী বলছ এসব?
ছেলে: ডিস্টার্ব কইর না। ফেসবুকে অতি গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস দিচ্ছি।
***
চার ধরনের মেয়ে খুঁজে পাওয়া কষ্ট
বিকেলে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে। প্রথম বন্ধু মেয়েদের সম্পর্কে বললো—
প্রথম বন্ধু: চার ধরনের মেয়ে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।
দ্বিতীয় বন্ধু: তারা কারা?
প্রথম বন্ধু: তারা হলেন—
১. যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে মিসকল কখনোই দেয় না!
২. যে মেয়ে শপিং করতে পছন্দ করে না!
৩. যে মেয়ের মনে কোনো হিংসা নেই!
৪. যে মেয়ে উপরের তিনটি কথা পড়ার পরেও মাথা ঠান্ডা রাখতে পারে!
বিজ্ঞাপন
***
কঞ্জুস প্রতিবেশী
স্বামী: পাশের ভাড়াটিয়ার কাছ থেকে একটু চিনি নিয়ে এসো তো?
স্ত্রী: ওরা আমাদের চিনি দেবে না।
স্বামী: ওরা তো খুব কঞ্জুস!
স্ত্রী: ওদের কিপ্টেমির কথা আর বলো না।
স্বামী: তাহলে আর কী করা; আমাদের আলমারি থেকেই চিনি বের করে চা বানিয়ে নিয়ে এসো।
বিজ্ঞাপন