বাস্তবতা ও বিভ্রান্তির সংজ্ঞা
এক স্কুলে একজন রগচটা শিক্ষক ছিলেন। ছাত্ররা তাকে মোটেও পছন্দ করতো না। একদিন—
শিক্ষক: বাস্তবতা এবং বিভ্রান্তির ব্যাখ্যা দাও রফিক, জলদি!
রফিক: স্যার, আপনি আমাদের পড়াচ্ছেন, এটা হচ্ছে বাস্তবতা।
শিক্ষক: আর বিভ্রান্তি কোনটা?
রফিক: আর যদি আপনি মনে করে থাকেন যে, আপনার পড়ানো আমরা বুঝতেছি, তবে এটা বিভ্রান্তি!

****

পরিস্থিতির উপর ভালো-মন্দ নির্ভর করে
১ম বন্ধু: পরিস্থিতির ওপর নির্ভর করে প্রায় সব কিছুই ভালো বা মন্দ লাগতে পারে।
২য় বন্ধু: ঠিক বুঝলাম না দোস্ত।
১ম বন্ধু: যেমন ধরো, স্কুলের ঘণ্টার শব্দ সকালে প্রথম ক্লাস শুরুর আগে খুবই বাজে লাগতে পারে। আবার একই ঘণ্টা যখন শেষ ক্লাস শেষ হওয়ার ঘোষণা দেয়, তখন মধুর লাগে।

****

বিপজ্জনক চরিত্র
ভারতীয় টিভি সিরিয়ালে আসক্ত নান্টুর স্ত্রী। বিরক্ত হয়ে একদিন নান্টু জানতে চাইলো-
নান্টু: এই সিরিয়াল দেখে দেখে তুমি আসলে কী শিখেছ? আমাকে বলতে পারবে?
স্ত্রী: আর কিছু না হোক, একটা জিনিস শিখতে পেরেছি।
নান্টু: কী সেটা?
স্ত্রী: তা হচ্ছে- যার কপালে যত বড় টিপ থাকে; সেই চরিত্রটি তত বেশি বিপজ্জনক।