আজকের জোকস : ২৫ অক্টোবর, ২০২২
অপারেশনের সময় কাঁপছিলেন ডাক্তার
নান্টু: হাসপাতাল থেকে অপারেশন না করেই পালালি কেন?
মন্টু: দোস্ত, না পালিয়ে উপায় ছিল না!
নান্টু: তাই বলে এক্কেবারে অপারেশন টেবিল থেকে! কেন কাপুরুষতা করলি?
মন্টু: নার্স শুধু বারবার বলছিল, ছোট অপারেশন, ভয়ে কাঁপবেন না, স্যার! আল্লাহর ওপর ভরসা রাখেন! ভয় পাওয়ার কিছুই নেই।
নান্টু: ভীতুর ডিম কোথাকার! মাথামোটা নার্স তোরে এইসব বললো আর এতেই পালিয়ে এলি?
মন্টু: আরে আমাকে না, এসব বলছিল ডাক্তারকে।
***
ব্রিজে হাঁটলেও টোল দিতে হবে
আকাশ: আমার বাবা এতই মোটা যে, ক্রিকেট খেলা দেখার সময় বাবা যখন টিভির সামনে দিয়ে হেঁটে যান; তখন।
কুসুম: তখন কী?
আকাশ: দু’একটা বল মিস করে ফেলি।
কুসুম: আর আমার বাবা এতই মোটা যে, কোনো ব্রিজে হাঁটতে গেলে।
আকাশ: হাঁটতে গেলে কী হয়?
কুসুম: তার কাছে টোল দাবি করে!
বিজ্ঞাপন
****
স্বামীরা হচ্ছে সিনেমার মতো
১ম বন্ধু: আর বলিস না, আমরা স্বামীরা হচ্ছি সিনেমার মতো।
২য় বন্ধু: যেমন?
১ম বন্ধু: আমাদের একজন প্রযোজনা করেন আরেকজন পরিচালনা করেন।
২য় বন্ধু: খুলে বলো বন্ধু।
১ম বন্ধু: এ ক্ষেত্রে প্রযোজক হচ্ছেন আমার মা আর পরিচালক হচ্ছেন আমার স্ত্রী।
বিজ্ঞাপন