খারাপ খবর দিতে হয় সময়মতো
ডাক্তার তার রোগীকে ফোনে বললেন—
ডাক্তার: আপনার জন্য একটা খারাপ আরেকটা খুব খারাপ খবর আছে।
রোগী: খারাপ খবরটাই আগে বলুন।
ডাক্তার: মেডিক্যাল টেস্টে জানা গেছে, আপনার আয়ু চব্বিশ ঘণ্টা।
রোগী: এটা খারাপ খবর হলে আরও খারাপ খবরটা কী?
ডাক্তার: আমি গতকাল থেকে ফোনে আপনাকে ট্রাই করে যাচ্ছি খবরটা দেওয়ার জন্য।

***
দেরি হওয়ার কারণ
শিক্ষক: তুমি রোজ স্কুলে দেরি করে আসো কেন?
কাবুল: সাইন বোর্ডের কারণে স্যার।
শিক্ষক: কীসের সাইন বোর্ড?
কাবুল: ওই যে রাস্তার পাশে লেখা আছে, ‘সামনে স্কুল, আস্তে চলুন’।

****

ছানা পাওয়া যায়
শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন—
শিক্ষক: বলতে পারো, দুধের সঙ্গে বিড়ালের কোথায় মিল আছে?
ছাত্র: স্যার, এটা তো খুবই সহজ প্রশ্ন।
শিক্ষক: তাহলে তুমিই বলো।
ছাত্র: স্যার, দুইটা থেকেই তো ‘ছানা’ পাওয়া যায়।