আজকের জোকস : ২৯ অক্টেবর, ২০২২
পাহারাদার
নাইটগার্ড রাতের বেলায় তার ডিউটি করছিল। এমন সময় তিনি খেয়াল করেন এক লোক এই এত রাতে পার্কের মধ্যে ঘোরাঘুরি করছে। তিনি ভাবলেন হয়তো চোর হবে। তাই এগিয়ে গেলেন—
নাইটগার্ড: এতো রাতে পার্কে ঘুরছেন কেন কৈফিয়ত দিন?
ব্যক্তি: তাই যদি দেবার থাকতো, তাহলে কি আর আমি এতক্ষণ বাইরে থাকি। তাহলে তো কখন আমি বাড়িতে আমার স্ত্রীর কাছেই চলে যেতে পারতুম।
****
বিজ্ঞাপন
এটিএম কার্ডের পাসওয়ার্ড
অপু বলছে তার প্রেমিকাকে—
অপু: প্রেয়সী আমার, তোমার সঙ্গে আমি আমার সব কথা শেয়ার করতে চাই। আমার সুখ, দুঃখ, হাসি, কান্না সব!
প্রেমিকা: শুরুটা তাহলে তোমার এটিএম কার্ডের পাসওয়ার্ড দিয়েই হোক।
***
বিজ্ঞাপন
আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু
প্রেমিক: তুমি আমার জীবনে বাঁচার রসদ, আমার প্রেরণা, আমার সবকিছু।
প্রেমিকা: তুমিও আমার প্রাণ।
প্রেমিক: আমি খুব একটা বড়লোক নই। রোহিতের মতো আমার বড় বাড়ি, বড় গাড়ি কিছুই নেই। কিন্তু একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার মতো তোমায় কেউ ভালোবাসবে না। আমি তোমাকে খুব ভালোবাসি।
প্রেমিকা: সেই তো আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু রোহিত সম্বন্ধে আরও কিছু কথা বলো তো শুনি।