আজকের জোকস : ৮ নভেম্বর, ২০২২
ছেলের আয়-রোজগার খুব ভালো
আধুনিক বিয়ে-শাদির কথাবার্তা চলছে—
মেয়েপক্ষ: শুনলাম, ছেলে নাকি নেশা করে খুব?
ছেলেপক্ষ: তা একটু আধটু। আমার ছেলের স্বভাব খুবই ভালো। তবে মিথ্যা বলবো না, ও আজকাল তিন-চার পেগ খায়। সেটাও রাতের বেলায়।
মেয়েপক্ষ: এই বিয়ে পাকা। ছেলে পছন্দ হয়েছে। বোঝা যাচ্ছে, ছেলের আয়-রোজগার খুব ভালো।
***
সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?
শিক্ষক: বলো তো, সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?
ছাত্র: আমি পরীক্ষায় পাস করি না বলে।
শিক্ষক: কেন?
ছাত্র: আম্মু বলেছেন, আমি যেদিন পাস করব; সেদিন না কি সূর্য পশ্চিম দিকে উঠবে।
বিজ্ঞাপন
****
কৃপণের কলা কেনা
রাজা মিয়া বড়ই কৃপণ। একবার তিনি গেছেন কলা কিনতে—
রাজা মিয়া: কী ভাই, এই ছোট্ট কলাটার দাম কত?
বিক্রেতা: তিন টাকা।
রাজা মিয়া: দুই টাকায় দেবে কি না বল?
বিক্রেতা: বলেন কী! কলার ছোকলার দামই তো দুই টাকা।
রাজা মিয়া: এই নাও এক টাকা। ছোকলা রেখে আমাকে কলাটা দাও!
বিজ্ঞাপন