আজকের জোকস : ৯ নভেম্বর, ২০২২
বাচ্চার কান্না যখন ভালো লাগে
স্ত্রী রাত করে অফিস থেকে ফিরে দেখলেন বাচ্চা কান্নাকাটি করছে। পাশে তার বাবা হতবুদ্ধি অবস্থায় দাঁড়িয়ে আছে। তার হাতে বাবুর অনেকগুলো খেলনা। এটা দেখে স্ত্রী বিরক্ত হয়ে বললেন-
স্ত্রী: এত সার্কাস না করে বাচ্চাকে ঘুমপাড়ানি গান শোনালেই তো পারতে! জান না, ওই গান শুনলে সে ঘুমিয়ে পড়ে!
স্বামী: সেই চেষ্টাও করেছি। কিন্তু তাতে বাচ্চার চোখে ঘুম তো এলোই না, উল্টা পাশের ফ্ল্যাটের ভাবি এসে বলে গেলেন, ‘এর চেয়ে বাচ্চাকে কাঁদতে দিন’। আপনার গানের চেয়ে ওর কান্না বেশি সুরেলা।
***
বিজ্ঞাপন
ধনিয়া পাতার বদলে মেথি পাতা
বাবা: তোকে ধনিয়া পাতা আনতে পাঠালাম আর তুই নিয়ে এলি পুদিনা পাতা!
ছেলে: আমি তো চিনতে পারিনি।
বাবা: এমন বোকা ছেলে আমার দরকার নেই। যা বাড়ি থেকে বের হয়ে যা।
ছেলে: বাবা, তবে চলো একসঙ্গেই বের হই!
বাবা: কেন?
ছেলে: না, মা বলছিল যে এটা না-কি মেথি পাতা!
***
বিজ্ঞাপন
বাঙালির কদর
গুপ্তচর: জন্ম থেকে গুজব শুনতে শুনতে কোনটা মিথ্যা আর কোনটা রিয়েল বুঝে গেছি। এইগুলা ব্যাপার না।
সিআইএ: হু আর ইউ রিয়েললি? তোমার রহস্য উদঘাটন না করতে পারলে আমি আফসোসেই মরে যাবো।
গুপ্তচর: আমি সাধারণ বাংলাদেশি। যাকে তোমরা গুপ্তচর ভেবে ভুল করেছো।
সিআইএ: ফিল আপ দিস ফর্ম, ভেরি কুইকলি।
গুপ্তচর: কিসের ফর্ম এটা?
সিআইএ: তোমাকে আজ থেকে সিআইএ’র ট্রেইনার হিসেবে নিয়োগ দিতে চাই। এমন লোকই তো আমরা খুঁজেছিলাম। আই স্যালিউট ইউ, বস!