আজকের জোকস : ২৮ নভেম্বর, ২০২৩
পিঁপড়া মারার নিয়ম
পরীক্ষায় প্রশ্ন এলো- কিভাবে একটা পিঁপড়াকে মারতে হয়?
এক ছেলে উত্তর লিখেছে- প্রথমে চিনির সাথে মরিচের গুড়া মিশিয়ে রেখে দিতে হবে। পিঁপড়া সেটা খেয়ে পানি খুঁজবে। চারিদিকে পানির বালতিতে গিয়ে পিঁপড়াটা পড়ে যাবে। পরে নিজেকে শুকাতে আগুনের কাছে যাবে। আগুনের কাছে আগে থেকেই একটা বোমা রাখা হবে। বোমা বিস্ফোরণে পিঁপড়া আহত হয়ে হাসপাতালে যাবে। তার মুখে অক্সিজেন মাস্ক দেওয়া থাকবে। সেই অক্সিজেন মাস্কটা খুলে দিলেই পিঁপড়াটা মরে যাবে।
***
বিজ্ঞাপন
সামবডি কিলস নোবডি
তিন জন নিজেদের নাম বদলে রেখেছে যথাক্রমে সামবডি, নোবডি ও ম্যাড। একদিন সামবডি ক্ষুব্ধ হয়ে নোবডিকে খুন করলো। ম্যাড তখন থানায় গেল-
ম্যাড : স্যার, সামবডি কিলস নোবডি।
পুলিশ : হোয়াট?
ম্যাড : সামবডি কিলস নোবডি।
পুলিশ : হু আর ইউ?
ম্যাড : আই অ্যাম ম্যাড স্যার।
পুলিশ : ওকে, গেট আউট।
***
এতো বড় সর্বনাশ করবেন না
ক্লাসে ইংরেজি শিক্ষককে এক ছাত্র বলল-
ছাত্র : স্যার, ‘নাটুরে’ মানে কী?
শিক্ষক : আজ ঠিক মনে পড়ছে না, কাল তোকে বলে দেবো!
বিজ্ঞাপন
ঘরে গিয়ে তিনি অভিধান ঘেটেও ‘নাটুরে’ শব্দটি খুঁজে পেলেন না! পরদিন ছাত্রটি আবার জানতে চাইলো-
ছাত্র : ‘নাটুরে’ মানে কী?
শিক্ষক : কাল বলবো।
ছাত্রটি রোজ একই কথা জিজ্ঞাসা করতে থাকলো। রোজকার এই টেনশনে শিক্ষকের তো একেবারে নাজেহাল অবস্থা! শেষে একদিন তিনি বললেন-
শিক্ষক : ঠিক আছে, আগে তুই ‘নাটুরে’ স্পেলিংটা বল।
ছাত্র : NATURE.
এবার তো শিক্ষকের মাথায় রক্ত উঠে গেল। তিনি প্রচণ্ড রেগে ছাত্রকে বললেন-
শিক্ষক : আমাকে বোকা বানাচ্ছিস? ‘নেচার’কে ‘নাটুরে’ বলিস। দাঁড়া, তোকে টিসি দেওয়ার ব্যবস্থা করছি।
ছাত্র : এতো বড় সর্বনাশ করবেন না, তাহলে আমার ‘ফুটুরে’টাই খারাপ হয়ে যাবে।