বাংলা অলিম্পিয়াডে পুরস্কার বিজয়ীরা/ পুরাতন ছবি

ভাষার মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড-২০২১। এবারের অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলা অলিম্পিয়াডের সমন্বয়ক কামরুল আহসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাষার মাসে দেশের ইংরেজি মাধ্যম স্কুলগুলোর অংশগ্রহণে বাংলা ভাষা বিষয়ক সর্ববৃহৎ প্রতিযোগিতা আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড শুরু হবে। রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুলের আয়োজনে অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলা অলিম্পিয়াড শেষে আগামী ২৭ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণী হবে। বাংলা অলিম্পিয়াডের পুরস্কার ঘোষণার পরপরই বিজয়ীদের স্কুলের ঠিকানায় পুরস্কার পাঠিয়ে দেওয়া হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দেশের ইংরেজি মাধ্যম এবং ইংরেজি ভার্সন স্কুলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দশম বাংলা অলিম্পিয়াডের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের প্রিন্সিপাল রোকসানা জারিন জানান, এ বছরও অন্যান্য বারের মতো প্রতিযোগিতার উপদেষ্টা ও বিচারক হিসেবে থাকছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও শিল্পীরা। প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছর করোনাভাইরাসের চ্যালেঞ্জ উপেক্ষা করে বাংলা ভাষা চর্চার এই প্রতিযোগিতার আয়োজন করে ইন্টারন্যাশনাল হোপ স্কুল।

বাংলা অলিম্পিয়াডের সমন্বয়ক কামরুল আহসান জানান, এ বছর আমরা করোনার কারণে অনলাইনে প্রতিযোগিতার আয়োজন করতে বাধ্য হয়েছি। অনলাইনে আয়োজিত হলেও এটি মোটেও সীমিত পরিসরে আয়োজন নয়। কারণ অনলাইনে প্রতিযোগিতা হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এ বছর আরও অধিক সংখ্যক স্কুল ও শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ রয়েছে। অনলাইনের মাধ্যমে খুব সহজেই স্কুলগুলো শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে পারছে। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, এ বছর রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে মুখরিত হয়ে উঠবে বাংলা অলিম্পিয়াড। গত বছর ৯ম আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াডে সারাদেশের শতাধিক ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সন স্কুল অংশগ্রহণ করেছিল, এবারের অংশগ্রহণ আরও বেশি হবে বলে প্রত্যাশা করছি।

আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে স্কুলগুলো রেজিস্ট্রেশন করতে পারবে। মোট ৫টি বিভাগে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আবৃত্তি, সঙ্গীত, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা এবং নৃত্য নিয়ে এবারের দশম বাংলা অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। বাংলা অলিম্পিয়াডের ওয়েবসাইটে (http://www.banglaolympiad.org) ঢুকে শিক্ষার্থীদের পক্ষে স্কুলগুলো রেজিস্ট্রেশন করতে পারবে।

এসআর/এইচকে