আবুল ফজল, হৈমন্তী শুক্লা কাবেরী ও শাকিলা আলম

খুলনা বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ও অপসারণ হওয়া তিন শিক্ষকের কাজ চালিয়ে যেতে আইনগত কোনো বাধা নেই বলে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে হাইকোর্টের বিচারপতি মজিবুর রহমান মিয়া ও কামরুল হোসেন মোল্যার দ্বৈত বেঞ্চ রিট শুনানি শেষে এ রুল জারি করেন।

এ বিষয়ে আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আবুল ফজল (বাংলা বিভাগ), হৈমন্তী শুক্লা কাবেরী (ইতিহাস বিভাগ) এবং শাকিলা আলমের (বাংলা বিভাগ) বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৮ জানুয়ারি চাকুরিচ্যুতি ও অপসারণের আদেশ দেয়। এর বিরুদ্ধে তারা ৪ ফেব্রুয়ারি রিট আবেদন করে। 

তিনি আরও বলেন, রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্ট ওই আদেশের বিরুদ্ধে রুল নিশি জারি করেন। একই সঙ্গে ওই তিন শিক্ষকের শিক্ষকতা চালিয়ে যাওয়ার পক্ষে স্থিতাবস্থার আদেশ দেন। ওই তিন শিক্ষক এখনও তাদের দায়িত্ব হস্তান্তর করেননি, তাই তাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ চালিয়ে যেতে কোনো আইনি বাধা নেই।

খুলনা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের রে‌জিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, বিষয়‌টি শু‌নে‌ছি। ত‌বে আদাল‌তের কোনো আ‌দে‌শের ক‌পি এখনও হা‌তে পাই‌নি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৫ দফা দাবির প্রতি সমর্থন জানানোর অভিযোগে ওই তিন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। 

মোহাম্মদ মিলন/এসপি