পরীক্ষায় অসঙ্গতিপূর্ণ নম্বর : ঢাবির ৩ শিক্ষকের শাস্তির সুপারিশ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস/ ছবি: সংগৃহীত
পরীক্ষার খাতায় অসঙ্গতিপূর্ণ নম্বর দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষকের শাস্তির সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ। ওই তিন শিক্ষকই সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের।
তারা হলেন- অধ্যাপক ড. এ এস এম আতিকুর রহমান, অধ্যাপক ড. গোলাম আজম ও সহকারী অধ্যাপক মাইনউদ্দীন মোল্লা। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সভায় এ শাস্তির সুপারিশ করা হয়।
বিজ্ঞাপন
শৃঙ্খলা পরিষদের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীক্ষায় অসঙ্গতিপূর্ণ নম্বরের কারণে তিন বছর পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে তাদের অব্যাহতি দেওয়ার বিষয়ে সুপারিশ করেছে শৃঙ্খলা পরিষদ।
এছাড়াও ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত শিক্ষার্থীকে আজীবন এবং আরও দুজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ। এছাড়া বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের ১৪৭ শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার জন্য বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করা হয়।
বিজ্ঞাপন
এফআর