ঢাবির জিয়া হলের নাম পরিবর্তনে মানববন্ধন
সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন/ ছবি : শাকিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের’ নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা হল রাখাসহ তিন দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
রোববার (১৪) ফেব্রুয়ারি বিকেলে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ মঞ্চের বাকি দুটি দাবি হলো- জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মদদদাতাদের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করা এবং হত্যাকাণ্ডে জড়িত বাকি মূল কুশীলবদের নাম প্ৰকাশ ও বিচারের স্বার্থে একটি উচ্চ তদন্ত কমিশন গঠন করা।
বিজ্ঞাপন
মানববন্ধনে সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, জিয়া তার অবৈধ সামরিক শাসনামলে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মৌলবাদী, ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় থেকে জিয়া একাত্তরের পরাজিত অপশক্তি পাকিস্তানের দোসর হিসেবে কাজ করেছিলেন। যার জন্য আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছি, একটি লাল সবুজের পতাকা পেয়েছি, তাকে হত্যা করে পরবর্তী সময়ে পাকিস্তানি ভাবধারায় রাষ্ট্র পরিচালনার মাধ্যমে জিয়া প্রমাণ করেছেন যে, তিনি প্রকৃতপক্ষে পাকিস্তানের একজন চর ছিলেন। অবৈধ সামরিক শাসক খুনি জিয়ার নামে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে কোনো স্থাপনা থাকতে পারে না।
বুলবুল বলেন, জিয়াউর রহমান আদর্শচ্যুত হওয়ার মাধ্যমে প্রমাণ করেন যে, তিনি ‘বাই চান্স ফ্রিডম ফাইটার’। বাই চয়েজ ফ্রিডম ফাইটাররা কখনওই জাতির পিতাকে হত্যা করতে পারেন না। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জিয়া প্রমাণ করেছেন যে, তিনি কখনওই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন না। তিনি পাকিস্তানের চর হিসেবে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। পরবর্তী সময়ে তার মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে।
বিজ্ঞাপন
জিয়া হলের নাম পরিবর্তন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী কোনো পাকিস্তানি দোসরের স্মৃতিচিহ্ন থাকতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের নাম পরিবর্তন করে অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা হল নামকরণ করতে হবে। অন্যথায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নিজ উদ্যোগে জিয়া হলের নাম মুছে দিয়ে বীর মুক্তিযোদ্ধা হল লিখে দেওয়ার উদ্যোগ নেবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহ-সভাপতি শাহীন মাতবর, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ।
আরএইচ/এফআর