ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শতবর্ষ উদযাপনের আসর বসেছিল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের  ‘ওয়েসিস’ প্রাঙ্গনে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে এর আয়োজন করে ঢাবির ইংরেজি বিভাগের অ্যালামনাই সোসাইটি। শতবর্ষের অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন ছাত্র ও শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যালামনাই সোসাইটির সভাপতি রামেন্দু মজুমদার ও সাধারণ সম্পাদক; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান। 

অনুষ্ঠান রামেন্দু মজুমদারকে সভাপতি ও আমিনুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক করে সোসাইটির ২৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এইচআর/কেএ