ঢাবিতে সন্ত্রাসবিরোধী শহীদ রাজু দিবস পালিত
রাজু দিবস উপলক্ষে মঈন হোসেন রাজু স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাসবিরোধী শহীদ রাজু দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা সংলগ্ন মঈন হোসেন রাজু স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। রোববার (১৩ মার্চ) সকালে শ্রদ্ধা নিবেদনে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেন। পরে মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল বেরিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
মিছিল শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে রাষ্ট্রীয় সন্ত্রাস রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে ছাত্র ইউনিয়ন নেতারা রাজুর হত্যাকারীদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন
দিবসটিকে সামনে রেখে আজ বেলা ৩টায় ছাত্র-শ্রমিক-জনতার সমাবেশের আয়োজন করেছে ছাত্র ইউনিয়ন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব মুহাম্মদের উপস্থিত থাকার কথা রয়েছে।
১৯৯২ সালের আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলাকালীন ক্যাম্পাসে অস্ত্রবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে মিছিলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদের তৎকালীন সমাজকল্যাণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন হোসেন রাজু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিলটি স্বোপার্জিত স্বাধীনতার কাছাকাছি এলে মিছিলকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। এ সময় মারা যান মঈন হোসেন রাজু।
বিজ্ঞাপন
পরে রাজুসহ সন্ত্রাসবিরোধী আন্দোলনের সব শহীদের স্মরণে ১৯৯৭ সালে ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্মিত হয় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য। যার উদ্বোধন করেন তৎকালীন উপাচার্য এ. কে. আজাদ চৌধুরী। ভাস্কর্য নির্মাণে জড়িত ছিলেন ভাস্কর শ্যামল চৌধুরী ও সহযোগী গোপাল পাল। নির্মাণ ও স্থাপনে অর্থায়নে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আতাউদ্দিন খান (আতা খান) ও মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি, লায়ন নজরুল ইসলাম খান বাদল। তখন থেকে ভাস্কর্যটির সার্বিক তত্ত্বাবধান করে আসছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
এইচআর/এমএইচএস/এমএমজে/