জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ১ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

শুক্রবার (৩১ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে রসায়ন বিভাগ অ্যালামনাইয়ের ইফতার ও মতবিনিময় সভায় এ চেক হস্তান্তর করা হয়।

এসময় অ্যালামনাইয়ের পক্ষ থেকে বলা হয়, যারা অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থী তাদের জন্য এ ১ লাখ টাকা অনুদান দেওয়া হলো। এছাড়া আরও যারা সমস্যায় রয়েছে তারা আমাদের অ্যালামনাইকে জানালে তা দেখব।

অনুষ্ঠানে অ্যালামনাইয়ের মীর মাহবুব হাসানের সভাপতিত্বে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, অধ্যাপক ড. আমিনুল হক, অধ্যাপক ড. লোকমান হোসাইন, ড. নাফিস রহমান, অপর্ণা সরকারসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া অ্যালামনাইয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান বলেন, ২০২২ সালে আমাদের রসায়ন বিভাগ দেশের সেরা নির্বাচিত হয়। এটা আমাদের জন্য গর্বের। অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আপনাদের এ প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। বিভাগের উন্নয়নে সবাইকে পাশে চাই।

এমএল/এসএসএইচ/