অনলাইনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন চলছে। কারিগরি জটিলতার কারণে আবেদন কার্যক্রম টানা তিনদিন বন্ধ থাকলেও এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত (২২ মার্চ) ক ইউনিটে মোট আবেদন জমা পড়েছে এক লাখ ১০ হাজার, খ ইউনিটে ৩৬ হাজার, গ ইউনিটে ২১ হাজার, ঘ ইউনিটে ৯৫ হাজার এবং চ ইউনিটে ১৫ হাজার।

২০১৯-২০ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে মোট শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিল ২ লাখ ৭৬ হাজার ৩৯১ জন। তবে এ বছর মাত্র ১৫ দিনেই ৫টি ইউনিটে মোট আবেদন পড়েছে দুই লাখ ৭৭ হাজার। আবেদনের সময় আরও ৯ দিন বাকি! সেই হিসাবে এবার যে রেকর্ড সংখ্যক আবেদন পড়তে যাচ্ছে, তা অনুমেয়।

অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, আবেদন শুরু হওয়ার পর প্রতিদিন গড়ে ৫০-৬০ হাজার করে আবেদন আসছিলো। এ কারণে কারিগরি জটিলতায় তিনদিন প্রক্রিয়াটি বন্ধও ছিল। তারপরও রেকর্ড সংখ্যক আবেদন পড়েছে। এবারের আবেদনের সংখ্যা আগের শিক্ষাবর্ষকে ছাড়িয়ে যাবে।

আবেদনের সময় বাড়বে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের হাতে প্রচুর সময় আছে। যে সময়টা নষ্ট হয়েছে আমরা এপ্রিল মাসে সেটা পুষিয়ে নেব। অর্থাৎ শিক্ষার্থীদের প্রয়োজনে সময় বাড়িয়ে দেব।

গত ৮ মার্চ থেকে শুরু হওয়া এ ভর্তি আবেদন চলবে আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এইচআর/এমএইচএস