আলোকচিত্রে শতবর্ষের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরবে ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল
শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আলোকচিত্রের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এজন্য জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঐতিহাসিক, একাডেমিক, সাংস্কৃতিক, খেলাধুলা, রাজনৈতিক-সামাজিক কর্মকাণ্ড এবং নান্দনিক ও ঐতিহ্যগত স্থাপনার আলোকচিত্র আহ্বান করা হয়েছে।
সেখান থেকে বাছাই করা আলোকচিত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েব পেজে প্রকাশিত হবে এবং অ্যালবাম আকারে ছাপা হবে।
বিজ্ঞাপন
কারও কাছে বিশ্ববিদ্যালয়ের দুর্লভ আলোকচিত্র থাকলে তা ক্যাপশন ও আলোকচিত্রীর নাম, ঠিকানাসহ বিভিন্ন মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে পাঠানোর অনুরোধ জানিয়েছে ঢাবি।
আলোকচিত্রীর কৃতিত্বসহ সেগুলো ওয়েব পেজ ও অ্যালবামে ছাপা হবে বলে জানানো হয়েছে।
আগ্রহীরা ই-মেইলে (du100photography@du.ac.bd) বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জনসংযোগ দপ্তরে আলোকচিত্র পাঠাতে পারবেন।
এসআরএস