করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনলাইন শিক্ষা কার্যক্রম ফের চালু হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ মে থেকে শুরু হবে বুয়েটের অনলাইন শিক্ষা কার্যক্রম।

মঙ্গলবার (১৮ মে) বুয়েট কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের ৪৬৫তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির অনলাইন শিক্ষা কার্যক্রম আগামী ২২ মে থেকে শুরু হবে। স্নাতক শ্রেণির ক্লাস টেস্ট, ল্যাব টেস্ট ও কুইজ ১ম সপ্তাহে না নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয় এতে জানানো হয়েছে।

এর আগে করোনা পরিস্থিতির হঠাৎ অবনতি হওয়ায় গত ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ঘোষণা করে বুয়েট কর্তৃপক্ষ। পরে চলাচল বিধিনিষেধ বর্ধিত হওয়ায় অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এইচআর/এমএইচএস