অধ্যাপক মো. আবদুস সালাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. আবদুস সালাম। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে তিনি নতুন দায়িত্বে যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক অফিস আদেশে তার নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। 

অধ্যাপক মো. আবদুস সালাম এর আগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন। তিনি ২০০০-২০০৭ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপর এক আদেশে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন সরকারকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তিনিই পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ৩১ ডিসেম্বর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী। এর আগে ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে অধ্যাপক এমএ বারীকে অব্যাহতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় উপাচার্যকে। অধ্যাপক এমএ বারী তদন্ত কমিটির কাজে অসহযোগিতা করেছেন বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। 

আরএআর