পরীক্ষা দিতে চান কুবির শিক্ষার্থীরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
করোনাভাইরাসের ক্রমবর্ধমান পরিস্থিতিতে সশরীরে চলমান সব ধরনের পরীক্ষা স্থগিতের সুপারিশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা কমিটি। তবে শিক্ষার্থীরা চাচ্ছেন সব ব্যাচের পরীক্ষা স্থগিত না করে দু-একটি ব্যাচ করে হলেও পরীক্ষা নেওয়া অব্যাহত থাকুক।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ জুন থেকে সশরীরে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এ সময় কয়েকটি বিভাগ তাদের মিডটার্ম পরীক্ষাও নিতে থাকে।
বিজ্ঞাপন
ফলে ক্যাম্পাসে জনসমাগম বেড়ে যাওয়ায় গত ২১ জুন থেকে সেমিস্টার চূড়ান্ত পরীক্ষার দিনই মিডটার্ম গ্রহণের নির্দেশনা দেয় পরীক্ষা কমিটি। সর্বশেষ বৃহস্পতিবার (২৪ জুন) রাতে পরীক্ষা কমিটির এক সভা শেষে সশরীরে পরীক্ষা স্থগিতের সুপারিশ করে।
শিক্ষা পরিষদের সভায় এ সুপারিশ পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়ে সবাইকে বাড়ি থেকে এনে এখন আবার পরীক্ষা বন্ধ করে দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল।
বিজ্ঞাপন
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী রবিউল রবি বলেন, করোনাভাইরাসে অজুহাত দিয়ে পরীক্ষা বন্ধ রাখার কোনো যৌক্তিকতাই নেই। বরং এর সঙ্গে অভ্যস্ত হয়ে সামনে এগোতে হবে। প্রশাসনের উচিত, অন্তত দু-একটি ব্যাচ করে হলেও পরীক্ষা চলমান রাখা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে প্রশাসনের নিকট লিখিত আবেদন দিয়েছি। যাতে প্রশাসন অন্তত স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা চলমান রাখে। এভাবে সব পরীক্ষা বন্ধ করে দেওয়ার কোনো মানে হয় না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, বিষয়টি একাডেমিক কাউন্সিলে পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমি একক কোনো সিদ্ধান্ত দিতে পারছি না।
এমএসআর