শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে সুষম নীতিমালা অনুসরণ, চাকরি বিধিমালা কমিটি পুনর্গঠন,  নতুন ক্যাম্পাসের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য শিক্ষকদের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠনসহ ২২ দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।

নীল দলের সভাপতি ড. জাকারিয়া মিয়া ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল স্বাক্ষরিত এক সুপরিশ পত্রে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দল উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করে। সাক্ষাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে উন্নীতকরণে কিছু অনিষ্পন্ন ও গুরুত্বপূর্ণ বিষয় উপাচার্যের কাছে দাবি করে।

দাবিগুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এ সংশোধন, চাকরি বিধিমালা কমিটি পুনর্গঠন, বিশ্বদ্যিালয়ের দ্বিতীয় সংবিধি প্রণয়ন কমিটি পুনর্গঠন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে সুষম নীতিমালা অনুসরণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্বাস্থ্যবীমা, জীবনবীমা চালুকরণ, কল্যাণ ফান্ড নীতিমালা, প্রভিডেন্ট ফান্ড নীতিমালা, পেনশন নীতিমালা ও ছুটিবিধি প্রণয়ন, নতুন ভবনের স্থান বণ্টন কমিটি গঠন, উচ্চশিক্ষা ফেলোশিপ বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারণের ব্যবস্থাকরণ, নতুন ক্যাম্পাসের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য শিক্ষকদের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন, পরিকল্পনা ও প্রকৌশল দফতরকে শক্তিশালীকরণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থে ক্রয়কৃত জায়গা বিশ্ববিদ্যালয়ের দখলে রেখে ব্যবহার উপযোগীকরণ, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থাকরণ, শিক্ষক কর্মকর্তাদের জন্য টেলিফোন নীতিমালা প্রণয়ন, শিক্ষকদের জন্য গবেষণা প্রণোদনা প্রদানের ব্যবস্থাকরণ, বিভাগীয় গবেষণাগারগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং শ্রেণিক্ষগুলোকে আধুনিক ও মানসম্মত করতে আর্থিক বরাদ্দ বৃদ্ধিকরণ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থাকরণ এবং বিষয়টি গুরুত্ব সহকারে মনিটরিং-এর ব্যবস্থাকরণ; বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা উন্নতকরণে স্বতন্ত্র ব্যবস্থাপনায় পুল/গ্যারেজ স্থাপন।

এমটি/এনএফ