জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সেমিস্টার ভর্তি ও পরীক্ষা ফি পরিশোধের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা অনলাইনে আগামী ১২ জুলাইয়ের মধ্যে সেমিস্টারে ভর্তি ফি এবং ১৪ জুলাইয়ের মধ্যে সেমিস্টার পরীক্ষা ফি জমা দিতে পারবেন।

মঙ্গলবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগগুলোর যেসব শিক্ষার্থীরা মহামারি করোনাভাইরাস পরিস্থিতির জন্য অনলাইনে ২৭ জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া এবং ২৯ জুনের মধ্যে ফরম পূরণ সম্পন্ন করতে পারেনি তাদের বিষয়ে বিভাগীয় চেয়ারম্যানরা আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১২ জুলাই পর্যন্ত ভর্তি এবং ১ জুলাই পর্যন্ত ফরম পূরণের সময়সীমা বর্ধিত করা হলো।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে ফি জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। সময় বাড়ানোর জন্য বিভিন্ন বিভাগ থেকে চেয়ারম্যান এবং শিক্ষার্থীরা আবেদন করেছিলেন। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমএইচএস