জাবির বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানোর দাবি ছাত্রলীগের
লকডাউনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আটকে পড়া শিক্ষার্থীদের ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়িতে পৌঁছানোসহ তিনদফা দাবি জানিয়েছেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
রোববার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এক স্মারকলিপির মাধ্যমে এ দাবি জানান ছাত্রলীগ নেতাকর্মীরা। এছাড়া প্রতিটি জেলা শহরে বিশ্ববিদ্যালয়ের বাস পাঠানো ও আটকে পড়া শিক্ষার্থীদের সংখ্যা জেনে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ার আহ্বান করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
স্মারকলিপিতে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বলেন, আবাসিক হলসমূহ বন্ধ থাকলেও একাডেমিক কার্যক্রম থেমে নেই। অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলেছে। তাই আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মেস-বাসায় আটকে পড়া শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে হবে।
এর আগে, শনিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে বাড়িতে পৌঁছে দেওয়ার দাবিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ ও বুলবুল হোসেন এবং নৃবিজ্ঞান বিভাগের আরাফাত রহমান অভি উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আলি আজম বলেন, ‘শিক্ষার্থীদের এ ধরনের কোনো দাবি আমাদের কাছে আসেনি। আসলে আন্তরিকতার সঙ্গে বিষয়টি বিবেচনা করব।’
এমএসআর