রাজশাহী বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের ৩৫১ শিক্ষার্থী। এটি সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি গবেষণা সহযোগিতা প্রকল্প।

মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরি এবং নবায়ন গ্রুপ মিলিয়ে মোট ৩ হাজার ৩০৫ শিক্ষার্থী এবার ফেলোশিপ পাচ্ছেন। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট ৩৫১ জনের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে  ১০৮ শিক্ষার্থী, খাদ্য ও কৃষিবিজ্ঞান ক্যাটাগরিতে ১১০ জন, জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ১১৮ শিক্ষার্থী, নবায়ন এমফিলে ৯ ও পিএইচডিতে ছয় শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

৩ ক্যাটাগরির শিক্ষার্থীরা জনপ্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষক ৬৮ হাজার ৪০০ টাকা এবং পিএইচডি গবেষক তিন লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।

সরকার ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী, বিভিন্ন  গবেষণা প্রতিষ্ঠানের গবেষকদের এ ফেলোশিপ দেয়া হচ্ছে।

এমএসআর