হাবিপ্রবি ভিসির বাসভবনে ছাত্রলীগের অবস্থান
হাবিপ্রবি ভিসির বাসভবনের সামনে ছাত্রলীগের অবস্থান কর্মসূচি
করোনাভাইরাস সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। মহামারি শুরু হওয়ার পর থেকেই ক্যাম্পাসে অবস্থিত নিজ বাসভবন থেকে ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মু. আবুল কাসেম বের হন না। আর এতে করে বিশ্ববিদ্যালয়ের অনেক কাজে স্থবিরতা চলে এসেছে।
এদিকে নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ না করার অভিযোগে মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে হাবিপ্রবি ছাত্রলীগ শাখার নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ শাখার নেতা রাসেল আলভি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের স্বার্থে বেশ কিছু দাবি নিয়ে প্রায় আট মাস থেকে উপাচার্যের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম। কিন্তু তিনি দেখা করা তো দূরের কথা মোবাইলে কল দিলেও রিসিভ করেন না। আমরা শিক্ষার্থীদের স্বার্থে ক্রেডিট ফি কমানো, পরিবহন সংকট, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সংকট কীভাবে কমানো যায়— এসব বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম; কিন্তু এখন পর্যন্ত তা সম্ভব হয়নি।’
ছাত্রলীগের আরেক নেতা মোরশেদুল আলম রনি বলেন, ‘আমরা সব সময় চাই ক্যাম্পাসকে এগিয়ে নিতে। কিন্তু উপাচার্য দীর্ঘ সময় ধরে বাসভবন থেকে বের না হওয়ায় মহিলা হল, মেডিকেল সেন্টার, রাস্তার কাজসহ অবকাঠামোগত অনেক কাজে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এ ছাড়া হাবিপ্রবিতে শিক্ষক সংকট থাকায় আমরা চাই, গতবছরের নিয়োগ প্রক্রিয়াগুলো যাতে দ্রুত সম্পন্ন করা হয়।
বিজ্ঞাপন
পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীর যে নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে তা যেন দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ শুরু করা হয়। এসব কারণেই আমরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে তিনি এখন পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলতে রাজি হননি।’
সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি
উল্লেখ্য, দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রার আলোচনার জন্য উপাচার্যের বাসভবনে প্রবেশ করেন এবং সন্ধ্যায় দিনাজপুর জেলার ইউএনও এবং এএসপি তার বাসভবনের যান।
এমএসআর