বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস এই ওয়েবিনারের আয়োজন করে। 

এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মো. শাহিনূর আলম জনি। ওয়েবিনার সঞ্চালনা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের লেকচারার মেহেদী হাসান। 

শাহিনূর আলম জনি প্রথমেই বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীরা কী কী বাধার সম্মুখীন হতে পারে সে বিষয়ে আলোচনা করেন। এসব বাধা কীভাবে কাটানো যায় সে পরামর্শও দেন। 

তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অনেক সময় বিশেষ দক্ষতা বৃত্তি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। 

দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। তিনি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে স্কলারশিপ ও চাকরি লাভের পাঁচটি মানদণ্ড উল্লেখ করেন। 

তিনি বলেন, ভালো ফলাফল, ভালো এসওপি, রেফারেন্স, আইএলটিএস পরীক্ষায় ভালো স্কোর এবং সঠিক তথ্য সম্বলিত একটি প্রোফাইল শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পথ সুগম করতে পারে।  

এইচকে