ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন মেসে ঢুকে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেছে এক বহিরাগত যুবক। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন মেসের চারতলার ফ্ল্যাটে ঢোকার গেটের দরজা ভেঙে করিডোরে প্রবেশ করে এক যুবক। এ সময় দুইটি ফ্ল্যাটের তালা ভাঙারও চেষ্টা করে ওই যুবক। 

তালা ভাঙার সময় পাশের ফ্ল্যাটের এক ছাত্রী দেখে ফেলায় তাকে শ্লীলতাহানির চেষ্টা করে ওই যুবক। এ সময় শিক্ষার্থীর চিৎকারে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশপাশের লোক জড়ো হয়ে ওই যুবককে আটক করে গণপিটুনি দেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, বহিরাগত যুবকের পরিচয় আমরা জানতে পারিনি এখনও। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মেসের মালিক মামলার প্রস্ততি নিচ্ছেন। এছাড়া আমরা ওই ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের একজন গার্ড মোতায়েন করেছি এবং আশপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা করছি।

এসপি