সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা। মঙ্গলবার (১৯ অক্টোবর) পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পুরাতন রেজিস্ট্রার ও মুরাদ চত্বর ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।

মিছিল শেষে ছাত্রলীগকর্মীরা বলেন, দেশে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নেই। আমাদের একত্র হয়ে মৌলবাদী শক্তির বিরুদ্ধে জবাব দিতে হবে।

জাবি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আকতারুজ্জামান সোহেল বলেন, ‘বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সব ধর্মের মানুষ ধর্মীয় সম্প্রীতিতে বসবাস করেন। যারা বাঙালি সত্তা ধারণ করে, তারা কখনো অন্য ধর্মের অনুষ্ঠানে হামলা করতে পারে না। তারা ধর্মকে ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতিকে বিনষ্ট করতে চাচ্ছে।’

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগকর্মী আকলিমা আক্তার এশা, মাহবুবুল আলম রাফা, নিলাদ্রী শেখর মজুমদার, রতন বিশ্বাস, আব্দুর রহমান ইফতি, আহমেদ আরিফ, এনামুল হক, হাবিবুর রহমান লিটন, আলম শেখ প্রমুখ। এছাড়া মিছিলে ১৬টি হলের দুই শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।

মো. আলকামা/এমএসআর