শিশুদের মধ্যে অসাম্প্রদায়িকতার বীজ বপন করতে হবে : রাবি উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, বর্তমানে ওয়াজ মাহফিলে ফতোয়াদান, নারীদের প্রতি অসম্মান করে কথা বলা, গানকে হারাম ঘোষণাসহ বিভিন্নভাবে অসাম্প্রদায়িক মানুষদের মধ্যে সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে। ১৯৭৫ পরবর্তী শিক্ষা কারিকুলামে ধর্মকে অযাচিতভাবে ব্যবহার করে সমাজকে উল্টো দিকে নিয়ে যাওয়া শুরু হয়েছিল। বঙ্গবন্ধুর সম্প্রীতির বাংলা গড়তে শিশুদের মধ্যে অসাম্প্রদায়িকতার বীজ বপন করতে হবে।
সোমবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনের সামনে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
উপাচার্য বলেন, হিন্দু-মুসলিম দাঙ্গা ১৯৭১ সালেই বঙ্গবন্ধু সমাধান করেছেন। চারটি মূলনীতির ওপর দাঁড় করিয়ে অসাম্প্রদায়িক দেশ গড়েছেন।
তিনি আরও বলেন, কিছু মানুষ সাম্প্রদায়িক চেতনাকে উসকে দিচ্ছে। আমাদেরকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা আগামীতে এই শক্তিকে পরাভূত করব। আমাদের তরুণদের এই অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূরের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ যাকারিয়া, অধ্যাপক সুলতান-উল-ইসলাম, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি হাসিবুল আলম প্রদান, মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম সান্তনু, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক প্রমুখ।
মেশকাত মিশু/আরএআর