রাতেও আমরণ অনশন কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা/ ছবি: ঢাকা পোস্ট

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ৪৮ ঘণ্টার আশ্বাসে আমরণ অনশন স্থগিত করেছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রায় ১০ ঘণ্টার টানা এ আমরণ অনশন শেষে রাত ১০টার পর কবি নজরুলের প্রধান ফটক ছেড়ে তারা ঘরে ফিরেছেন।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কিছু কার্যকরী সিদ্ধান্ত ঘোষণা করা না হলে ২৮ তারিখে আবার অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তারা।

জানা গেছে, আন্দোলনরত অবস্থায় সাত কলেজের অন্তত চার জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তারা হলেন- ইডেন কলেজের শিক্ষার্থী আফরিন সুলতানা, সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী নিগাত, কবি নজরুল সরকারি কলেজের ব্যবসা বিভাগের শিক্ষার্থী হাসান।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিন বিষয়ে প্রমোশন নিয়ে সিদ্ধান্ত দেয়া হবে। তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরের শিক্ষাবর্ষে প্রমোশনের বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’

এদিকে, তিন বিষয়ে প্রমোশনের দাবিতে রোববার (২৪ জানুয়ারি) পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকে বেলা সাড়ে ১১টায় অবস্থান নিয়ে আমরণ কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা।

রাত ১০টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা ‘আশ্বাস নয় সমাধান চাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তবে সাত কলেজের প্রধান সমন্বয়কের ৮৪ ঘণ্টার আশ্বাসে তারা আপাতত এ আন্দোলনের ইতি টেনেছেন।

তানজীদ/এফআর